ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরগুনায় শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা ॥ ধর্মঘট

প্রকাশিত: ০৪:১৫, ২০ সেপ্টেম্বর ২০১৬

বরগুনায় শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা ॥ ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৯ সেপ্টেম্বর ॥ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য শ্রমিক নেতা হায়দার আলীকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আমলকীতলা গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হায়দারকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হায়দার আলী এম, বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামের মুক্তিযোদ্ধা আঃ কাদের মিয়ার সন্তান। এ ঘটনাকে কেন্দ্র করে বরগুনা বাস মালিক সমিতির উদ্যোগে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের দাবি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা হোক। স্থানীয়রা জানান, হায়দার আলিশার মোড় বাস কাউন্টার থেকে আমলকীতলায় নিজ বাড়িতে যাওয়ার সময় বাড়ির সামনে ছয় সাত দুর্বৃত্ত এলোপাতাড়ি কোপায়। হায়দার চিৎকার দিলে দুর্বৃত্তরা কুপিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেপটিক ট্যাঙ্কে নিখোঁজ যুবকের লাশ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ সেপ্টেম্বর ॥ গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বনগ্রামের ওহেদুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে সোমবার দুপুরে খলিলুর রহমান (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ হয়। নিহত খলিলুর রহমান ওই ইউনিয়নের শক্তিপুর নামাপাড়া গ্রামের অছিমুদ্দিন কবিরাজের ছেলে। পুলিশ এ ঘটনায় আছিয়ার মা হাওয়া বেগমকে (৪৫) আটক করেছে। এলাকাবাসী জানায়, বনগ্রাম গ্রামের ওহেদুলের মেয়ে আছিয়ার সাথে খলিলুর রহমানের প্রেমের স¤পর্ক ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ১৫ সেপ্টেম্বর বিষপানে আত্মহত্যা করেন আছিয়া। এরপর থেকে নিখোঁজ ছিলেন খলিলুর রহমান। এরই জের ধরে পরিকল্পিতভাবে খলিলুর রহমানকে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়া হয়েছে। টাঙ্গাইলে এমপি রানার ফাঁসির দাবিতে মিছিল সমাবেশ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৯ সেপ্টেম্বর ॥ টাঙ্গাইল-(ঘাটাইল-৩) আসনের এমপি আমানুর রহমান খান রানাকে সোমবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে। এদিকে জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় আমানুর রহমান খান রানা এমপিসহ সকল আসামির ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। স্থানীয় শহীদ মিনার হতে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ, তানভীর হাসান ছোট মনিসহ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি এমপি আমানুর রহমান খান রানা রবিবার সকালে আদালতে আত্মসর্মপণ করে।
×