ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চম্পট ডাক্তার ও ক্লিনিক মালিক

অপারেশন থিয়েটারে প্রসূতির মৃত্যু ॥ ভাংচুর

প্রকাশিত: ০৪:১৪, ২০ সেপ্টেম্বর ২০১৬

অপারেশন থিয়েটারে প্রসূতির মৃত্যু ॥ ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ সেপ্টেম্বর ॥ রবিবার রাত ১১টায় মান্দায় অনুমোদনহীন একটি ক্লিনিকে সিজারিয়ানের সময় অপারেশন থিয়েটারের টেবিলেই নার্গিস আক্তার (২৪) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। উপজেলার চৌবাড়িয়া বাজারের অনন ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক ভাংচুর করে। পুলিশ ক্লিনিকের নার্স সালমা সুলতানা ও আয়া নাজনীনকে গ্রেফতার করে ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত প্রসূতি নার্গিসের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহতের স্বজনরা জানান, সিজারিয়ানের জন্য রবিবার বিকেলে নার্গিসকে চৌবাড়িয়া বাজারের অনন ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি। কোনকিছু বুঝে ওঠার আগেই কর্তব্যরত চিকিৎসক ও তার দুই সহযোগীসহ ক্লিনিক মালিক আশরাফুল ইসলাম সটকে পড়েন। ক্লিনিকের সেবিকা সালমা সুলতানা ও আয়া নাজনীন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। আটক সেবিকা সালমা সুলতানা জানান, রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সারোয়ার আলম স্বরূপ নার্গিসের অপারেশন করেন। অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে অপারেশন টেবিলেই ফেলে রেখে ডাক্তারসহ অন্যরা পালিয়ে যান। সেখানেই নার্গিসের মৃত্যু হয়। এদিকে, মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদ উজ জামান ও মেডিক্যাল অফিসার ফজলে রাব্বী ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এ্যানেস্থেসিয়াজনিত ক্রটি ও অপারেশন থিয়েটারের অব্যবস্থাপনার কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, আটক সেবিকা ও আয়াকে গ্রেফতার করা হয়েছে। ত্রাণের টিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৯ সেপ্টেম্বর ॥ শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ৮৩ হতদরিদ্রের মাঝে ৯৩ বান্ডিল ঢেউটিন ও দুই লাখ ৭৯ হাজার টাকা বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ একেএম ফজলুল হক চাঁন। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকীবুল হাসান, ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী মাস্টার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, সালাহ উদ্দিন সালেম, আমিরুল ইসলাম প্রমুখ। এ কেমন শত্রুতা! নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৯ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার শিবগঞ্জের একটি পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির প্রায় ২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার শিবগঞ্জ গ্রামের ডালিয়া আশরাফের পুকুরে মাছগুলো মরে ভেসে উঠে। ডালিয়া আশরাফ জানান, গত কয়েক মাস আগে এ পুকুরটিতে প্রায় ৮০ হাজার টাকার মাছ ছাড়া হয়েছে। পুকুরে রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প ছাড়াও বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছিল। শত্রুতা করে রাতের আঁধারে কেউ বিষ ঢেলে দিয়েছে। তিনি জানান, সোমবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে শুরু করে। বিষ প্রয়োগে প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
×