ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএইচবিএফসি’র নতুন মহাব্যবস্থাপক জাহিদুল হক

প্রকাশিত: ০৪:১২, ২০ সেপ্টেম্বর ২০১৬

বিএইচবিএফসি’র নতুন মহাব্যবস্থাপক জাহিদুল হক

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) উপ-মহাব্যবস্থাপক জাহিদুল হককে মহাব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে। জাহিদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফাইনান্স ও ব্যাংকিংয়ে অনার্সসহ ১ম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ শিল্প ব্যাংকে (বর্তমান বিডিবিএল) সিনিয়র অফিসার হিসেবে ১৯৯০ সালে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৫ সালে প্রিন্সিপাল অফিসার পদে বিএইচবিএফসিতে যোগদানের পর প্রধান কার্যালয়ের বিভিন্ন উপবিভাগীয় ও বিভাগীয় প্রধান এবং জোনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি চসিকের জন্য ৫৩০ কোটি টাকার প্রকল্প একনেকে উঠছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য ৫৩০ কোটি টাকার প্রকল্প উন্নয়ন বরাদ্দ দেয়া হচ্ছে। দুই ধাপে উক্ত পরিমাণ অর্থের প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতোমধ্যে অনুমোদন দিয়েছে বলে সোমবার মেয়র আ জ ম নাছির উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন। চসিকের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ, পানি ও বিদ্যুত, যোগাযোগ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভায় এ নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন মেয়র। মেয়র জানিয়েছেন, ইতোমধ্যে মন্ত্রণালয় প্রকল্প অনুমোদন দিয়েছে। চূড়ান্তভাবে একনেকে অনুমোদন পেলে তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে চসিকের প্রকল্প ছাড়াও চট্টগ্রাম থেকে নিযুক্ত মন্ত্রী ও এমপিদের প্রস্তাবনায় প্রায় ২০০ কোটি টাকার প্রকল্প রয়েছে। সাংবাদিকদের মেয়র জানান, ত্রিবার্ষিক পরিকল্পনার আওতায় বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করা হবে। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস মাগুরার চামড়া ব্যবসায়ীরা বিপাকে পুঁজি সঙ্কট ও লবণের দাম বেড়ে যাওয়ায় মাগুরার চামড়া ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। এছাড়া অনেক মৌসুমী ব্যবসায়ী নির্ধারিত দাম থেকে বেশি দামে চামড়া ক্রয় করে পুঁজি হারানোর আতঙ্কে রয়েছে। জানা গেছে, মাগুরা জেলার চারটি উপজেলায় ঈদ-উল-অযহায় আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার গরু এবং ১৫ থেকে ২০ হাজার খাসি কোরবানি হয়েছে। পুঁজি সঙ্কট ও লবণের দাম বেড়ে যাওয়ায় মাগুরার চামড়া ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। ৫শ’-৬শ’ টাকা বস্তা লবণের দাম ১২শ’-১৩শ’ টাকা হওয়ায় চামড়া ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। ঢাকার ট্যানারি মালিকরা আড়তদারদের বকেয়া টাকা পরিশোধ না করায় ছোট ব্যবসায়ীরা পুঁজির অভাবে ভালভাবে চামড়া ক্রয় করতে পারেনি। এদিকে, নির্ধারিত দাম থেকে বেশি দামে চামড়া ক্রয় করে অনেক মৌসুমী ক্ষুদ্র ব্যবসায়ী চরম বিপাকে পড়েছে। -নিজস্ব সংবাদদাতা, মাগুরা
×