ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরে কর্মবিরতি শেষে বাণিজ্য সচল

প্রকাশিত: ০৪:১১, ২০ সেপ্টেম্বর ২০১৬

বেনাপোল বন্দরে কর্মবিরতি শেষে বাণিজ্য সচল

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল স্থলবন্দরে সিএ্যান্ডএফ কর্মচারীদের ডাকা ৩ ঘণ্টা কর্মবিরতি শেষে আমদানি-রফতানি বাণিজ্য বেলা ১টা থেকে আবার শুরু হয়। তবে শর্ত দেয়া হয়েছে তিন দফা দাবি না মানলে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুনরায় কর্মবিরতি পালন করা হবে। সোমবার সকালে কাস্টমসের সামনে কর্মবিরতিতে থাকা সিএ্যান্ডএফ কর্মচারীরা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করে বিক্ষোভ সভা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বেনাপোল সিএ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মবিরতি শেষে নেতারা শর্ত দিয়ে আল্টিমেটাম দেন। শর্তগুলো হচ্ছে, ১/অবিলম্বে সিএ্যান্ডএফ প্রতিষ্ঠান নিরা এন্টারপ্রাইজের বিল লক খুলে দিতে হবে। ২/ সিএ্যান্ডএফ কর্মচারীর বাতিল করা কাস্টমস সরকার পারমিট লাইসেন্স সচল করতে হবে। এবং ৩/ আমদানি পণ্য ছাড় করানোর ক্ষেত্রে কাস্টমসের ঘুষ বাণিজ্য ও হয়রানি বন্ধ করতে হবে। জানা যায়, বেনাপোল বন্দরে অবস্থিত নীরা এন্টারপ্রাইজ নামে একটি সিএ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারী রিপন হোসেন গত ০২ আগস্ট একটি মেশিনারি পণ্যের ফাইলে কাজ করাতে যায় কাস্টমসে। এ সময় কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে পণ্য ছাড়ানো নিয়ে তার তর্ক-বিতর্ক হয়। রাজস্ব ফাঁকি দেয়া প্রতিষ্ঠানের নতুন তালিকা করছে এনবিআর অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজস্ব ফাঁকি দেয়া প্রতিষ্ঠানের নতুন একটি তালিকা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মাঠ পর্যায়ে তালিকা করার পাশাপাশি ওই প্রতিষ্ঠানগুলোকে রাজস্ব-বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কৌশল প্রণয়নসহ ৫ দফা নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ. মুমেন এ তথ্য জানিয়ে বলেন, ‘দেশের অর্থনীতি দিন দিন বেগবান হওয়ায় রাজস্ব সম্ভাবনা বিশেষ করে আয়কর, শুল্ক ও ভ্যাট আহরণের সম্ভাবনা বাড়ছে। মাঠ পর্যায়ের কমিশনার ও অন্যান্য কর্মকর্তাদের যথেষ্ট প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত অর্থনৈতিক কর্মকা-ে নিয়োজিত সকল প্রতিষ্ঠান/ব্যক্তিকে করের আওতায় আনা যায়নি। এজন্য সর্বস্তরে রাজস্ব-বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠায় আন্তরিক প্রয়াস চালানোর নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান।
×