ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্থিক খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৪:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৬

আর্থিক খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে। শুধু তাই নয়, সোমবার দরবৃদ্ধির শীর্ষে ছিল খাতটির মোট চারটি কোম্পানি। ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফিন্যান্স কোম্পানিটির দরবৃদ্ধির শীর্ষ স্থান দখল করেছে। অর্ধবার্ষিকীতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন আগের তুলনায় ইতিবাচক হওয়ার কারণে বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া খাতটির বেশ কিছু কোম্পানির দর লোভনীয় পর্যায়ে ছিল। তাই কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে বিনিয়োগকারীদের বড় একটি অংশ খাতটিতে ঝুঁকছে। বিশ্লেষণে দেখা গেছে, সোমবারে ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফিন্যান্স কোম্পানি। দিনটিতে কোম্পানিটির ১০ কোটি ৭০ লাখ টাকার ২৯ লাখ ৫৭ হাজার ৩৭৩টি শেয়ার হাতবদল হয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৯.৭৩ শতাংশ অর্থাৎ ৩.৩০ টাকা। দিনটিতে শেষ পর্যায়ে কোম্পানিটির বিক্রেতাশূন্য হয়ে যায়। রবিবারে কোম্পানিটির সমাপনী মূল্য ছিল ৩৩.৮০ টাকা। সোমবারে দিনশেষে তা দাঁড়ায় ৩৭.১০ টাকায়। এরপরেই একই খাতের প্রাইম ফাইন্যান্সের দর বেড়েছে ৬.৮০ শতাংশ। দিনটিতে কোম্পানিটির ১২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। প্রতিটি শেয়ারে দর বেড়েছে দশমিক ৫০ টাকা। সারাদিনে কোম্পানিটি ১ লাখ ৬৪ হাজার ৩৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স নামের কোম্পানি দর বেড়েছে ৫.৮০ টাকা। এই দিনে ৯৭ লাখ ৪৩ হাজার টাকার ১০ লাখ ৭১ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়ায় ৯.১০ টাকা। তৃতীয় অবস্থানে ছিল ইউনিয়ন ক্যাপিটালের। এই দিনে কোম্পানিটির মোট ১ কোটি ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট ৫.৩১ শতাংশ হারে কোম্পানিটির দর আগের দিনের চেয়ে বেড়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের সমাপনী মূল্য ১১.৯০ টাকা। খাতভিত্তিক এই খাতের লঙ্কা বাংলা ফাইন্যান্সের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির একারই লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৩০ লাখ টাকা।
×