ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশ পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের নিরঙ্কুশ জয়

প্রকাশিত: ০৪:০৪, ২০ সেপ্টেম্বর ২০১৬

রুশ পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের নিরঙ্কুশ জয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সমর্থিত দল ইউনাইটেড রাশিয়া ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সোমবার নির্বাচনের আংশিক ফলে দেখা গেছে, ৯৩ শতাংশ ভোট গণনা শেষে দলটি ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছে। ফলে ৪৫০ আসনের পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দলটি কমপক্ষে ৩৩৮ আসন পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট পুতিন ইতোমধ্যে বলেছেন, ইউনাইটেড রাশিয়া খুব ভাল ফল অর্জন করেছে। ইউনাইটেড রাশিয়ার পরই আছে জাতীয়তাবাদী এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি। এর আগে বুথফেরত একটি জরিপে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে। তবে আরেকটি জরিপ সংস্থা বলেছিল, ইউনাইটেড রাশিয়া ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে। জনমত জরিপ পূর্বাভাস দিয়েছিল, জাতীয়তাবাদী এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি ১৪ থেকে ১৬ শতাংশ করে ভোট পেতে পারে। -এএফপি সেলফি তুলতে গিয়ে ভারতে পানিতে পড়ে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু ভারতের তেলেঙ্গানা রাজ্যে সেলফি তোলার সময় দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া এক বন্ধুকে উদ্ধার করতে গিয়ে অপর পাঁচ বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার তেলেঙ্গানার ওয়ার‌্যাঙ্গাল জেলার ধর্মসাগর হ্রদে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। পুলিশ জানিয়েছে, ভাগদেবী ইঞ্জিনিয়ারিং কলেজের ছয় শিক্ষার্থী ধর্মসাগর হ্রদে বেড়াতে যান। তাদের মধ্যে রামিয়া প্রাতিউষা নামের একজন সেলফি তোলার সময় হঠাৎ পানিতে পড়ে যান। প্রাতিউষাকে বাঁচাতে অন্য পাঁচ বন্ধুও একে একে হ্রদের পানিতে ঝাঁপিয়ে পড়েন। এদিকে, প্রাতিউষা কোন রকমে তীরে ফিরতে পারলেও তার বন্ধুরা ডুবে মারা যান। মৃত শিক্ষার্থীদের সবার বয়স ১৮ বছরের আশপাশে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দু’জন নারী ও অপর তিনজন পুরুষ।
×