ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রিপাবলিকান প্রার্থী হিটলারের মতো ॥ সলোওয়ে

এ্যামি এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ট্রাম্পকে তুলাধোনা

প্রকাশিত: ০৪:০৪, ২০ সেপ্টেম্বর ২০১৬

এ্যামি এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ট্রাম্পকে তুলাধোনা

যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসে রবিবার রাতে এমি এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মেতে ওঠেন হলিউড তারকারা। অনুষ্ঠানের উপস্থাপক জিমি কিমেল- মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের সাংসারিক জীবন নিয়ে চটুল রসিকতা করার পর বেশ কয়েকজন পুরস্কার বিজয়ী ট্রাম্পকে আক্রমণ করেন। একজন কমেডি ডিরেক্টর ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করেন।- খবর ডেইলি মেইলের। উপস্থাপক কিমেল শুরুতেই প্রশ্ন করেন, ‘যদি টেলিভিশনের সহায়তা না থাকত তাহলে ডোনাল্ড ট্রাম্প কি প্রেসিডেন্ট হওয়ার জন্য দাঁড়াতেন?’ ‘না, তিনি ঠিক এখন ঘরেই থাকতেন এবং তার স্ত্রী ‘ম্যালেরিয়ার’ সঙ্গে জড়াজড়ি করতেন, আর স্ত্রী ঘুমিয়ে থাকার ভান করতেন।‘ এরপর উপস্থাপক সাড়া জাগানো রিয়েলিটি সিরিজ ‘দ্য এ্যাপ্রেন্টিস’ এর নির্মাতা মার্ক বারনেটের দৃষ্টি আকর্ষণ করেন। এই সিরিজে ট্রাম্পের বিতর্কিত উক্তি ‘ইউ আর ফায়ারড’ তুলে ধরা হয়। কিমেল বলেন, ‘মার্ক বারনেটকে ধন্যবাদ, আমাদের আর রিয়েলিটি শো দেখতে হবে না, কেননা আমরা একটির (রিয়েলিটি শো) মধ্যে আছি।’ শো ‘ট্রান্সপারেন্ট’ এর নির্মাতা জিল সলোওয়ে ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করেন। সেরা অভিনেতার পুরস্কার বিজয়ী জেফরি টাম্বরের পাশে দাঁড়িয়ে সলোওয়ে রিপাবলিকান প্রার্থীকে ‘দানব’ হিসেবে অভিহিত করেন। সলোওয়ে বলেন, ‘তিনি পুরোপুরি একজন ভয়ানক দানব। সব সময়ই আমাকে ডোনাল্ড ট্রাম্পকে হিটলারের উত্তরসূরী বলতে হবে, আমি তা বলব।’ ট্রান্সপারেন্টে নাৎসি জার্মানির চিত্র এবং একটি গোষ্ঠীর লোককে বিচ্ছিন্ন করার চিত্র দেখানো হয়। এতে স্পষ্ট করা হয় কীভাবে হিটলার ক্ষমতায় গিয়েছিলেন। রবিবার রাতে সলোওয়ে বলেন, ট্রাম্প ঠিক একই কাজ করছেন। তিনি মানুষকে বিচ্ছিন্ন করছেন। তিনি আমাদের সমস্যার জন্য মুসলমান ও মেক্সিকানদের দায়ী করছেন। এমনকি প্রতিবন্ধীদের নিয়ে কৌতুক করছেন। সলোওয়ের এসব কথা অভিনেতা টাম্বর সম্মত হয়ে ‘হু হু’ করতে থাকেন। ‘ভিপ’ খ্যাত তারকা জুলিয়া লুইস ড্রেইফাস কমেডিতে পঞ্চমবারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার নেয়ার সময় বলেন, তার এইচবিও শো কমেডি ও রাজনীতির মধ্যকার দেয়াল ভেঙ্গে ফেলেছে। তিনি আরও বলেন, তিনি এই দেয়াল আবার নির্মাণ করবেন এবং মেক্সিকোকে এজন্য অর্থ পরিশোধ করতে হবে। কমেডি সিরিজ ‘মাস্টার অব নান’ লেখার জন্য এ্যামি পুরস্কার জয়ী আজিজ আনসারি কৌতুক করে বলেন, সকল বর্ণের মানুষকে লাথি মারা হচ্ছে। আর আমি ট্রাম্পের জন্য ভোট দিতে যাচ্ছি! দেখ এটি নির্বাচনের বছর।
×