ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রবাসীদের মানববন্ধন

সন্ত্রাস দমনে জাতিসংঘে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের দাবি

প্রকাশিত: ০৯:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৬

সন্ত্রাস দমনে জাতিসংঘে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের দাবি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে রোল মডেল শেখ হাসিনা’ লেখা বিরাট পোস্টার নিয়ে জাতিসংঘের সামনে মানববন্ধন করলেন প্রবাসী বাংলাদেশীরা। এ সময় সন্ত্রাস দমনে জাতিসংঘে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়। শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান ঐক্যবদ্ধভাবে’ স্লোগান সংবলিত ব্যানার বহন করেন। ‘এ্যালায়েন্স অব বাংলাদেশী আমেরিকান’ নামে একটি সংগঠন আয়োজিত এ কর্মসূচী থেকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগাম স্বাগত জানানো হয়। মানববন্ধন কর্মসূচী থেকে জাতিসংঘ মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। আয়োজক সংগঠনের প্রধান ড. প্রদীপ রঞ্জন কর বলেন, ‘সন্ত্রাস নির্মূলে বিশ্বব্যাপী সমন্বি^ত কর্মসূচী গ্রহণের সুবিধার্থে শেখ হাসিনা বাংলাদেশে সন্ত্রাস দমনে গৃহীত নীতি-কৌশল ও সাফল্য জাতিসংঘ অধিবেশনে উপস্থাপন করবেন জেনে আমরা তাকে আগাম অভিনন্দন জানাচ্ছি’। মানববন্ধন থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের মতৈক্যের ভিত্তিতে বিশ্বব্যাপী সমন্বি^ত কর্মপন্থা প্রণয়ন এবং তা কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সরকারী ও বেসরকরী পর্যায়ে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উত্থাপন করে বলা হয়, ‘সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে পারিবারিক বন্ধন সুদৃঢ় এবং সুশিক্ষা, সঠিক ধর্মীয় অনুশাসন ও সৎ উপার্জন পারে নতুন প্রজন্মকে জঙ্গীবাদের প্রভাবমুক্ত রাখতে। শুধু বল প্রয়োগের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গীদের নির্মূল সম্ভব নয়। অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন খোরশেদ আনোয়ার বাবলু, বেলাল বেগ, আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, ড. সিদ্দিকুর রহমান, আব্দুর রহিম বাদশা, শফিকুল আলম, সোলায়মান আলী, সবিতা দাস ও সিরাজুল ইসলাম প্রমুখ।
×