ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউইয়র্কের উদ্দেশে মন্ট্রিয়ল ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ০৭:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬

নিউইয়র্কের উদ্দেশে মন্ট্রিয়ল ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা ও আমেরিকায় তাঁর ১১ দিনের সফরের দ্বিতীয় ধাপে রবিবার নিউইয়র্কের উদ্দেশে মন্ট্রিয়ল ছেড়েছেন। ‘ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ডে (জিএফ)’ যোগদানের লক্ষ্যে চার দিনের কানাডা সফর শেষে তিনি স্থানীয় সময় দুপুর দুটো ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। মন্ট্রিয়লের পিয়েরে ট্রুডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শেখ হাসিনা তাঁর সফর সঙ্গীসহ এয়ার কানাডার একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের উদ্দেশে মন্ট্রিয়ল ত্যাগ করেন। খবর বাসসর। ফ্লাইটটি নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে বিকেল তিনটায় (নিউইয়র্ক সময়) পৌঁছার কথা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে ম্যানহাটানের হোটেল ওয়ার্ল্ডোফ এস্টোরিয়ায় নিয়ে যাওয়া হবে। নিউইয়র্কে অবস্থানকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।
×