ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৬. রেশম কোন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি? ক) অ্যালনিন খ) পি-৪৯ গ) ফাইব্রেয়ন ঘ) টিটিন ২৭. অভিসারী লেন্সের মতো কাজ করে- র. রেটিনা রর. চোখের লেন্স ররর. অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. বালক-বালিকাদের দৈনিক কমপক্ষে কত সময় ঘুমানো প্রয়োজন? ক) ৬/৭ ঘণ্টা খ) ৫/৬ ঘণ্টা গ) ৮/৯ ঘণ্টা ঘ) ৭/৮ ঘণ্টা ২৯. এসেটিক এসিডের ৫% দ্রবণকে কী বলে? ক) ভিনেগার খ) সোডিয়াম বেনজয়েট গ) পটাসিয়াম বেনজয়েট ঘ) বেনজয়িক এসিড ৩০. কোনটির নিউক্লিয়াস বৃক্কাকার? ক) এরিথ্রোসাইট খ) থ্রম্বোসাইট গ) মনোসাইট ঘ) বেসোফিল ৩১. ভিটামিন সি কী নামে পরিচিত? ক) অ্যাসিটিক এসিড খ) অলিয়িক এসিড গ) অ্যাসকরবিক এসিড ঘ) ফ্যাটি এসিড ৩২. ল্যামার্কের তত্ত্বকে কী বলে? ক) মার্কসবাদ খ) ল্যামার্কিজম গ) ডারউইন ঘ) প্রকরণবাদ ৩৩. ফসফরাসের অভাবজনিত রোগ হচ্ছে- র. রিকেটস রর. অস্থিক্ষরতা ররর. দন্ত ক্ষয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. প্রজনন অঙ্গের আশপাশে চুলকানি বা ঘা হলে- র. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে রর. ডাক্তারের পরামর্শ নিতে হবে ররর. কবিরাজি ওষুধ খেতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৫. নিচের কোনটিকে খাদ্যপ্রাণ বলা হয়? ক) লিপিড খ) খনিজ লবণ গ) ভিটামিন ঘ) প্রোটিন ৩৬. শক্তির একক কী? ক) ক্যালরি খ) নিউটন গ) জুল ঘ) ওয়াট ৩৭. পানি ধারণ করার ক্ষমতা কার বেশি? ক) কাদা মাটিতে খ) বালি মাটিতে গ) এঁটেল মাটিতে ঘ) শক্ত মাটি ৩৮. প্রধান অক্ষ থেকে প্রদান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে? ক) ফোকাস দূরত্ব খ) বক্রতার ব্যাসার্ধ গ) আলোক কেন্দ্র ঘ) প্রধান অক্ষ ৩৯. এইডস রোধে করণীয়- র. নারী-পুরুষের অবাধ ও অবৈধ মেলামেশা রোধ করা রর. আক্রান্ত মায়ের দুধ পানের মাধ্যমে ররর. এইডস আক্রান্তদের বয়কট করা নিচের কোনটি সঠিক? ক) রর খ) র ও রর গ) ররর ঘ) র ও ররর ৪০. যে প্রক্রিয়ায় সরলতার জীবের পরিবর্তন দ্বারা জটিল ও উন্নততর নতুন প্রজাতির সৃষ্টি হয় তাকে বলা হয়? র. বিবর্তন রর. অভিব্যক্তি ররর. অভিযোজন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. নিচের কোনটি পানি ও মাটি উভয়তেই জন্মায়? ক) চটা পানা খ) শাপলা গ) কলমি ঘ) হাইড্রিলা ৪২. ফাস্ট ফুডে কোনগুলো প্রচুর পরিমাণ থাকে? ক) শর্করা ও চর্বি খ) উদ্ভিজ্জ, চর্বি ও চিনি গ) প্রাণিজ চর্বি ও চিনি ঘ) স্নেহ পদার্থ ও ভিটামিন ৪৩. সৃষ্টির আদিকালে যখন বস্ত্র ছিল না, লজ্জা নিবারণের ব্যবস্থা ছিল না, তখন ঐ যুগকে বলা হয়? ক) সভ্য যুগ খ) আদিম যুগ গ) আধুনিক যুগ ঘ) অসভ্যতার যুগ ৪৪. ধমনির স্থিতিস্থাপকতা কমে গেলে তাকে কী বলে? ক) অৎঃবৎরড়ংপষবৎড়ংরং খ) ঙংঃবড়ঢ়ড়ৎড়ংরং গ) অহবসরধ ঘ) ঐবধৎঃ ধঃঃধপশ ৪৫. বুড়িগঙ্গার পানি দূষণের প্রধান কারণ কোনটি? ক) সার কারখানা খ) কাগজ তৈরি কারখানা গ) চামড়া তৈরির কারখানা ঘ) চিনি কল সঠিক উত্তর : ২৬. (গ) ২৭. (ঘ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (গ) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (গ) ৪২. (গ) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (গ)
×