ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমিরাতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

আত্মবিশ্বাসী সরফরাজ

প্রকাশিত: ০৬:০২, ১৯ সেপ্টেম্বর ২০১৬

আত্মবিশ্বাসী সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের শুরুটা হয়েছে দারুণ। সম্প্রতি ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশদের বড় ব্যবধানে হারিয়েছে তারা। তার আগে শেষ ওয়ানডেতে ৯০ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচিয়ে ছিলেন সরফরাজ। সব মিলিয়ে ‘হোম ভেন্যু’ হয়ে ওঠা আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে ভাল করতে আত্মবিশ্বাসী ছোট্ট ফরমেটের অধিনায়ক। ‘কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে এবং এরপর ম্যানচেস্টারে একমাত্র টি২০তে আমরা যেভাবে খেলেছি তাতে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দল একই খেলা খেলতে উদগ্রীব।’ স্থানীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেন ২৯ বছর বয়সী সরফরাজ। পাকিরা ক্যারিবিয়দের সঙ্গে তিন টি২০, ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলবে। দুবাইয়ে শুক্রবার প্রথম টি২০ দিয়ে শুরু মাঠের লড়াই। পরের দুটি ২৪ ও ২৭ সেপ্টেম্বর। তিন ম্যাচের বড় সিরিজ। তার ওপর প্রতিপক্ষ টি২০’র বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সরফরাজের জন্য চ্যালেঞ্জটা তাই বেশি। চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তির অবতারণা করে তিনি বলেন, ‘টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছে ইংল্যান্ড এবং সে ফাইনালে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আমরা ইংল্যান্ডকে যদি তাদেরই মাটিতে হারাতে পারি, তাহলে আমিরাতের চেনা কন্ডিশনে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সক্ষমতাও আমাদের রয়েছে।’ বিশ্ব চ্যাম্পিয়নের তকমা লাগানো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুশ্চিন্তার কিছু নেই এবং দল কোন চাপে নেই বলেও উল্লেখ করেন সরফরাজ, ‘আমরা সর্বোচ্চ মোটিভেটেড। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামব এবং মাঠে আমাদের সেরাটা দিতে চেষ্টা করব।’ তিনি আরো বলেন, ‘আমি ছেলেদের কোন চাপ ছাড়া নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে বলেছি। টি২০ ম্যাচে ১০ মিনিটের একটি সেশনই অনেক কিছু বদলে দিতে পারে। অতএব, আমাদের ফোঁকাসড এবং মাঠে ইতিবাচক থাকা দরকার।’ ফিল্ডিংটা পাকিস্তনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন করাচীতে জন্ম নেয়া এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। সরফরাজ বলেন, ‘টি২০ ফরমেটে ফিল্ডিং সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ। শীর্ষ দলগুলোকে হারাতে হলে আমাদের বাউন্ডারি থামাতে হবে, সিঙ্গেলস ও দুই রান নেয়া আটকাতে হবে এবং একটি খারাপ বল ডেলিভারি হলে অবশ্যই অসাধারণ ফিল্ডিং দিয়ে ভারসাম্য আনতে হবে।’ বর্তমানে সাত নম্বরে থাকলেও দলকে টি২০ র‌্যাঙ্কিংয়ের ওপরে তুলে আনাই তার লক্ষ্য। তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই পাকিস্তান ক্রিকেটকে সীমিত ওভারে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে চাই। একজন টি২০ অধিনায়ক হিসেবে আমার লক্ষ্যও র‌্যাঙ্কিংয়ে দলকে ওপরের দিকে তুলে আনা। এজন্য আমাদের অবশ্যই আধুনিক স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে হবে। সম্প্রতি কার্ডিফ ও ম্যানচেস্টারে যেভাবে খেলেছি সেটা অব্যাহত রাখতে পারলে খুব শীঘ্রই সীমিত ওভারের ক্রিকেটে আমরা অতীত গৌরবের দিকে যেতে পারব।’ ওদিকে চরম ব্যর্থতা সত্ত্বেও এই সিরিজে আজহার আলীকেই ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। টেস্টের দায়িত্বে যথারীতি মিসবাহ-উল হক, যার নেতৃত্বে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ইতিহাস গড়েছে পাকিস্তান। তিন জয়ে শীর্ষে বেয়ার্ন স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন জয়ে জার্মান বুন্দেসলিগায় শীর্ষস্থান ধরে রেখেছে বেয়ার্ন মিউনিখ। শনিবার রাতে পিছিয়ে পড়েও বাভারিয়ানরা ৩-১ গোলে পরাজিত করে এফসি ইনগোলস্টাটকে। বেয়ার্নের হয়ে গোল করেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কি, স্প্যানিশ মিডফিল্ডার জাবি এ্যালানসো ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফিনহা। এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন। সমান ম্যাচে ৭ পয়েন্ট করে লিপজিগ ও কোলনের। তবে গোল গড়ে এগিয়ে থেকে দুইয়ে লিপজিগ, তিনে কোলন। ৬ পয়েন্ট নিয়ে বরুসিয়া ডর্টমুন্ড চার নম্বরে। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় প্যারাগুয়ের ফরোয়ার্ড ডারিও লেসকানোর গোলে ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় সফরকারী ইনগোলস্টাট। তবে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অতিথিরা। ১২ মিনিটে বেয়ার্ন সমতায় ফেরান লেভানডোস্কি। গোলরক্ষকের মাথার উপর দিয়ে দৃষ্টিনন্দন গোল করেন পোলিশ তারকা। ৫ গোল নিয়ে চলতি মৌসুমে লীগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা লেভানডোস্কি। বিরতির পর ৫০ মিনিটে বেয়ার্নকে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে নেন এ্যালানসো। ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার। ৮৪ মিনিটে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বেয়ার্নের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফিনহা। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন বেয়ার্ন কোচ কার্লো আনচেলোত্তি।
×