ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুইবেকে শিরোপা লড়াই দোদিন-ডেভিসের

প্রকাশিত: ০৬:০২, ১৯ সেপ্টেম্বর ২০১৬

কুইবেকে শিরোপা লড়াই দোদিন-ডেভিসের

স্পোর্টস রিপোর্টার ॥ এর আগে কখনও এমন সুযোগ আসেনি। প্রথমবারের মতো কোন ডব্লিউটিএ শিরোপা হাতে তুলে র‌্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ। সেটা দু’জনের জন্যই। ফ্রান্সের ওসিয়ান দোদিন এবং যুক্তরাষ্ট্রের কোয়ালিফায়ার লরেন ডেভিস উঠেছেন কুইবেক সিটিতে চলমান ডব্লিউটিএ টেনিস টুর্নামেন্টের ফাইনালে। ১৯ বছর বয়সী দোদিন অবশ্য কিছুটা বেশিই আছেন আলোচনায়। এক সময় র‌্যাঙ্কিংয়ের ১১৬ নম্বরে থাকা এ তারকা নিজের নৈপুণ্যে উন্নতি ঘটাতে ব্যর্থ হওয়ার কারণে বর্তমানে ১৩২ নম্বরে নেমে গেছেন। তবে এবার কুইবেক সিটি ওপেন তার জন্য সুযোগ করে দিয়েছে ভাল একটি অবস্থানে চলে যাওয়ার। কুইবেক হার্ডকোর্ট টেনিস আসরের এক নম্বর বাছাই ছিলেন স্বাগতিক কানাডার ইউজেনি বাউচার্ড। কিন্তু তিনি দ্বিতীয় রাউন্ডে বিদায় নেন। সেমিফাইনালে উঠতে পারেননি কোন বাছাই তারকা। ফলে এবারের এ আসরটি হয়ে উঠেছে উদীয়মান বাছাই খেলোয়াড়দের জন্য মোক্ষম সুযোগ নিজেদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করার। দোদিন দুর্দান্ত খেলেছেন পুরো টুর্নামেন্টেই। এখন তিনিই অন্যতম ফেবারিট শিরোপা জেতার ক্ষেত্রে। সেমিতে আরও দুরন্ত ছিলেন এ ফরাসী তরুণী। সবমিলিয়ে ১৭ এসেস জিতেছেন তিনি। যুক্তরাষ্ট্রের জুলিয়া বোসরাপ অবশ্য তবু ভালই লড়েছেন। একটি সেটও জিতেছিলেন। কিন্তু উজ্জীবিত দোদিন শেষ পর্যন্ত জয় তুলে নেন ৬-৪, ৩-৬ ও ৬-২ সেটে। সবমিলিয়ে ১ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াই ছিল এটি। এর আগে কোন ডব্লিউটিএ আসরের কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেননি তিনি। অপরদিকে, ২২ বছর বয়সী লরেন বর্তমানে ১০৪ নম্বর র‌্যাঙ্কিংধারী। এ মার্কিন তরুণীও প্রথমবার ফাইনাল খেলবেন। তিনি অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়েছিলেন। সেমির লড়াইটা ছিল দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ। ২ ঘণ্টা ২৫ মিনিটে ঘাম ঝরানো জয় তুলে নিয়েছেন তিনি চেক প্রজাতন্ত্রের কোয়ালিফায়ার তেরেজা মার্টিনকোভার বিপক্ষে। ৬-৩, ৬-৭ (২-৭) ও ৬-২ সেটে জয় পান ডেভিস। এর আগে কখনও কোন ডব্লিউটিএ আসরে পরস্পরের বিপক্ষে খেলেননি দোদিন-ডেভিস। একমাস পর আজ শুরু বাংলাদেশ প্রিমিয়ার লীগ স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ বিরতি শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। আজ সপ্তম রাউন্ডের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় উত্তর বারিধারার মুখোমুখি হবে টিম বিজেএমসি। সন্ধ্যা সাড়ে ৭টায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া লড়বে তৃতীয় স্থানে থাকা শেখ জামাল ধানম-ি ক্লাবের বিপক্ষে। ভুটানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে অফ, এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব ও ঈদের ছুটির কারণে এক মাস বন্ধ ছিল লীগের খেলা। লীগের সবশেষ খেলা হয়েছে গত ২০ আগস্ট। বর্তমানে ৬ ম্যাচ শেষে চার দলের ভা-ারে সমান ১২ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষে মুক্তিযোদ্ধা, দুইয়ে রহমতগঞ্জ, তিনে শেখ জামাল ও চারে আবাহনী। ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চট্টগ্রাম আবাহনী। সপ্তম রাউন্ডের ম্যাচ শেষে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে অষ্টম রাউন্ডের খেলা হবে সিলেটে। জাতীয় মহিলা দাবা স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্ব আগামী বৃহস্পতিবার বিকেলে শুরু হবে। মহিলা-বালিকাদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত। তবে অংশগ্রহণে আগ্রহী মহিলা ও বালিকাদের আগামী বুধবারের মধ্যে নাম জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। এবার এ প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত ৭ খেলোয়াড় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। গতবারের মহিলা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, রানারআপ মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা ও মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন।
×