ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিদেশী কোচের অধীনে অনুশীলন শুরু টাইগারদের

প্রকাশিত: ০৬:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৬

বিদেশী কোচের অধীনে অনুশীলন শুরু টাইগারদের

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আসন্ন। হাতে সময় নেই। রবিবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিকেল থেকে অনুশীলন শুরু হয়েছে। যেহেতু আফগানদের বিপক্ষে কৃত্রিম আলোতে খেলা হবে, তাই ফ্লাডলাইটেই প্রথমদিনের অনুশীলন সেরে নিলেন ক্রিকেটাররা। গত ২০ জুলাই থেকে যে অনুশীলন শুরু হয়েছিল কোচদের ছাড়াই। ঈদের পর রবিবার অনুশীলনের প্রথমদিনেই সব কোচদের একসঙ্গে পেয়ে গেলেন মাশরাফি, মুশফিকরা। জাতীয় দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে। তিনি দলের ব্যাটিং কোচও বলা চলে। ফিল্ডিং কোচ হচ্ছেন রিচার্ড হালসাল। কন্ডিশনিং কোচ হচ্ছেন মারিও ভিল্লাভারায়েন। ঈদের আগে বাংলাদেশ দলের সঙ্গে পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন কোর্টনি ওয়ালশ। এই সব কোচ রবিবার একসঙ্গে জাতীয় দলের অনুশীলনে ছিলেন। বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার পর প্রথমবারের মতো হাতুরাসিংহে ও ওয়ালশের দেখাও হয়ে যায়। ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেয়া থিলান সামারাবিরাকেও পেয়েছেন ক্রিকেটাররা। উৎসব মুখর পরিবেশেই তাই শুরু হয়েছে অনুশীলন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য গত ২০ জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়। কিন্তু এ ক্যাম্পে কোন বিদেশী কোচের তত্ত্বাবধানে শুরু হয়নি। হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর কোচদের একটু বিলম্বে ছুটি কাটিয়ে বাংলাদেশে আসতে বলা হয়। আর সেই সুযোগে হাতুরাসিংহে আগস্টের দ্বিতীয় সপ্তাহে আসেন। তখন থেকে হাতুরাসিংহের তত্ত্বাবধানে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন শুরু করেন মাশরাফি, মুশফিকরা। ঈদের আগে যখন ক্যাম্পে বিরতি পড়বে, এর আগেই আবার অস্ট্রেলিয়ায় ছুটিতে চলে যান হাতুরাসিংহে। তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং এ্যাকশন শুধরানোর পরীক্ষা হয় অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তাসকিন ও সানিকে সঙ্গ দেন হাতুরাসিংহে। অবশেষে শুক্রবার আবার বাংলাদেশে ফিরে আসেন। হাতুরাসিংহে ঈদের আগে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চলে যাওয়ার পর ওয়ালশ আসেন পেস বোলিং কোচের দায়িত্ব নেয়ার চুক্তি করতে। ক্রিকেটারদের সঙ্গে ওয়ালশের সৌজন্যতা তখনই হয়ে যায়। একটি প্রস্তুতি ম্যাচেও ওয়ালশ থাকেন। দেখেন পেস বোলারদের বোলিং কেমন হচ্ছে। কোন ত্রুটি থাকলে বের করার চেষ্টা করেন। যে ত্রুটি নিয়েই কাজ করতে শুরু করবেন ওয়ালশ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য যে জাতীয় দল অনুশীলন শুরু করে সব কোচদের একসঙ্গে মিলেনি। রবিবার থেকে সবাই একসঙ্গে জাতীয় দলের সঙ্গেই থাকছেন। আর তাতে করে পরিপূর্ণ অনুশীলনই করতে পারছেন ক্রিকেটাররাও। রবিবার যে অনুশীলন শুরু হয়েছে, সেটি আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে মাথায় রেখেই করছেন ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে যে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। এ অনুশীলন দিয়েই ব্যস্ত সূচীর মধ্যেও ঢুকে পড়লেন ক্রিকেটাররা। এখন থেকে টানা একের পর এক আন্তর্জাতিক সিরিজ খেলেই যাবেন মাশরাফি, মুশফিকরা। ৬ মাস পর নির্ধারিত ওভারের ক্রিকেটে ফিরবেন। আর এক বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট খেলবেন। আফগানিস্তানের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ভারতের বিপক্ষে একটি টেস্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হওয়া শুরু করে দিতে হবে। এজন্য আয়ারল্যান্ডে তিন জাতি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পৃথক দুটি সিরিজ রয়েছে। ২০১৬-২০১৭ পর্যন্ত খেলাই খেলা। এর ধারাবাহিকতা ২০১৮ সালের তিন মাসও চলবে। জানুয়ারিতে আবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলে একটি তিনজাতি সিরিজও খেলবে। এরপর ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এ সিরিজের পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিরতি শুরু হবে। টুর্নামেন্ট, সিরিজ থাকবে; তবে লাগাতার নয়। বিরতি দিয়ে সিরিজগুলো থাকবে। তবে আপাতত বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়েই ভাবছে। যে ভাবনায় এবার অনুশীলনের প্রথমদিনেই সব কোচরাও থাকলেন। ক্রিকেটাররাও সব কোচদের একসঙ্গে পেয়ে গেলেন।
×