ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উড়ন্ত ম্যানচেস্টার সিটির টানা পাঁচ জয়

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০১৬

উড়ন্ত ম্যানচেস্টার সিটির টানা পাঁচ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন কোচ পেপ গার্ডিওলার অধীনে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনরা ইংলিশ প্রিমিয়ার লীগে টানা পাঁচ ম্যাচেই জয় পেয়েছে। এখন পর্যন্ত শতভাগ জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে সাবেক চ্যাম্পিয়নরা। শনিবার রাতে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি ৪-০ গোলে উড়িয়ে দেয় বোর্নমাউথকে। লীগে পাঁচসহ সব ধরনের প্রতিযোগিতায় চলতি মৌসুমে এটি সিটির টানা অষ্টম জয়। সিটির মতো এবার চমক দেখিয়ে চলেছে এভারটন। দলটি এখন পর্যন্ত ইপিএলে কোন ম্যাচ হারেনি। পরশু রাতে তারা ৩-১ গোলে হারায় মিডলসবার্গকে। সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি ও আর্সেনাল। লিচেস্টার ৩-০ গোলে বার্নলিকে ও আর্সেনাল ৪-১ গোলে হারায় হাল সিটিকে। আরেক ম্যাচে ওয়েস্টব্রুমউইচ ৪-২ গোলে পরাজিত করে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বর স্থান ধরে রেখেছে ম্যানসিটি। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে এভারটন। ১০ পয়েন্ট করে ভা-ারে তিন দলের। তবে গোল গড়ে এগিয়ে থেকে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আর্সেনাল, চেলসি ও লিভারপুল। অবশ্য রবিবার বিকেলের ম্যাচে জয় পেয়ে থাকলে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বোর্নমাউথের উপর চড়াও হয়ে খেলতে থাকে সিটি। ১৫ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের বাইরে স্পেনের উইঙ্গার নলিটোকে ফেলে দিলে ফ্রিকিক পায় সিটি। ফ্রিকিক থেকে অসাধারণ ভঙ্গিতে গোল করেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইহেনাচো। বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়া রাহিম স্টার্লিংয়ের ক্রসে খুব কাছ থেকে বল জালে জড়ান নাইজিরিয়ার এই ফরোয়ার্ড। বিরতির পর ৪৮ মিনিটে তিন নম্বর গোল পায় সিটি। বাঁপ্রান্ত থেকে ইহেনাচোর ক্রসে আলতো টোকায় বল জালে পাঠান ইংল্যান্ডের মিডফিল্ডার স্টার্লিং। ৬৬ মিনিটে ব্রুইনের দুর্দান্ত পাসে ফাঁকায় বল পেয়ে থেকে জোরালো শটে ব্যবধান ৪-০ করেন জার্মানির মিডফিল্ডার গুন্ডোগান। ম্যাচের শেষদিকে সিটির জয়ে কালিমা একে দেন নলিটো। মারাত্মক ফাউল করায় সরাসরি লালকার্ড দেখেন তিনি। তবে বাকি সময়টুকু প্রতিপক্ষের একজন কম থাকার সুবিধা নিতে পারেনি অতিথি বোর্নমাউথ। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সে সন্তেষ প্রকাশ করেন সিটি কোচ পেপ গার্ডিওলা। বিশেষ করে তিনি ব্রুইনের প্রশংসায় পঞ্চমুখ হন। নিজের ক্যারিয়ারে যত খেলোয়াড়কে কোচিং করিয়েছেন তাদের মধ্যে লিওনেল মেসির পরই বেলজিয়ামের এই মিডফিল্ডারকে রাখছেন বার্সিলোনার সাবেক কোচ। ম্যানসিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলে ১৮ গোল করার পাশাপাশি ১৬ গোলে সহায়তা করেছেন ব্রুইন। তার প্রশংসা করে গার্ডিওলা বলেন, মেসি আলাদা একটি টেবিলে আছে। সেখানে আর কারও বসার অনুমতি নেই। তবে পাশের টেবিলে কেভিন বসতে পারে। গার্ডিওলার অধীনে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন ব্রুইন। তবে এর মধ্যেই তিনি সিটির নতুন কোচকে নিজের প্রতিভা দিয়ে মুগ্ধ করতে পেরেছেন। মুগ্ধ গার্ডিওলা আরও বলেন, কেভিন অসাধারণ এক খেলোয়াড়। প্রত্যেকবারই সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়। মৌসুমের শুরুটা বাজে হওয়ার পর ছন্দে ফেরার আভাস দিচ্ছে লিচেস্টার সিটি। নবাগত ইসলাম সিøমানির নৈপুণ্যে বার্নলিকে সহজেই হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নরা। তিন গোলের জয়ে চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন আলজিরিয়ার ফরোয়ার্ড সিøমানি। অন্যটি আসে মি’র আত্মঘাতীর সৌজন্যে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথম গোল করেন ইসলাম। বিরতির পর ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৭৮ মিনিটে আত্মঘাতী গোলটি পায় ক্লাউডিও রানিয়েরির দল। এ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে ভর করে টানা তিন জয় পেয়েছে আর্সেনাল। দশজনের হালসিটির বিপক্ষে ৪-১ গোলের জয়ে গানার্সদের হয়ে বাকি গোল দুটি করেন থিও ওয়ালকট ও গ্রানিট জাকা। চিলির ফরোয়ার্ড সানচেজ গোল দুটি করেন ১৭ ও ৮৩ মিনিটে। ওয়ালকট লক্ষ্যভেদ করেন ৫৫ মিনিটে। আর জাকার গোলটি আসে শেষ সময়ে (৯২ মিনিট)।
×