ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আপীলে রিজভীর জামিন বহাল, মাহমুদুর রহমানের স্থগিত

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০১৬

আপীলে রিজভীর জামিন বহাল, মাহমুদুর রহমানের স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর কোন আদেশ দেননি আপীল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে রিজভীর জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। অন্যদিকে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টা ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে দিয়েছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতি। রবিবার সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশগুলো প্রদান করেন। প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টা ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে দিয়েছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতি। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে রবিবার সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। কবুতর পালন আবহমান গ্রামবাংলায় এককালে কবুতর পালনের চল থাকলেও সময়ের আবর্তনে রীতিটি হারিয়ে গেছে। তবে কোন কোন কবুতরপ্রেমী প্রথাটিকে এখনও টিকিয়ে রেখেছেন। যেমন বাংলাবাজারের একটি বাড়িতে এখন সেই পুরনো ঐতিহ্যটি লালন করা হচ্ছে যতেœর সঙ্গেই। বাড়িটিতে কবুতর পালনের জন্য তেরি করা হয়েছে উপযুক্ত কাঠামো। ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী। দুদ- অবসর ইটপাথরের এ শহরে শিশুদের আনন্দ করার জায়গাগুলো সঙ্কুচিত হয়ে আসছে। অপরিকল্পিত নগরায়ণ কেড়ে নিচ্ছে শৈশব। এক্ষেত্রে রমনা পার্ক এখনও নগরবাসীর একটি নিশ্বাস ফেলানোর জায়গা। ছেলেবুড়ো সবাই পার্কে আসে। যেমন এসেছে এই দুটি শিশু। সুযোগ পেলে বড়দের সঙ্গে তারাও চলে আসে, মেতে ওঠে খেলায়। ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী।
×