ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেট থেকে দু’মাস ধরে কানাডার নাগরিক নিখোঁজ

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০১৬

সিলেট থেকে দু’মাস ধরে কানাডার নাগরিক নিখোঁজ

স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ সিলেট নগরীর হাওয়াপাড়া থেকে বাংলাদেশী বংশোদ্ভূত এক কানাডিয়ান নাগরিক গত প্রায় দুইমাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে তার স্ত্রী শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ মাসুম আহমদ ওরফে মাসুম কোরেশী গত ১৬ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। নগরীর হাওয়াপাড়ার দিশারী ৬৯/১, বাসার আয়শা সিদ্দিকা উল্লেখ করেন, গত ১৬ জুলাই থেকে তার স্বামী বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক মাসুম আহমদ ওরফে মাসুম কোরেশীর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার স্বামীর পাসপোর্ট নং ছঋ৮৪২৮৯৯। এছাড়া নিখোঁজের পর থেকে মাসুম আহমদের ব্যক্তিগত মোবাইল ফোনটি (০১৭৬৫-৫৩৪৭৭৪) বন্ধ পাওয়া যাচ্ছে। ইউজিসি চেয়ারম্যানের এমটিসি গ্লোবাল এ্যাওয়ার্ড গ্রহণ এমটিসি গ্লোবালের দুইদিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক সম্মেলনে শিক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে এমটিসি গ্লোবাল রুশিকুমার পা-ে লাইফ টাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার সমাপ্ত এমটিসি গ্লোবাল হচ্ছে ম্যানেজমেন্ট শিক্ষকদের একটি কনসোর্টিয়াম, যা বিশে^র ৩৫ দেশে বিস্তৃত। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি ইন্টারন্যাশনাল স্কুল অব ম্যানেজমেন্ট (আইএসএমই) ব্যাঙ্গালুরু, ভারতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. ভোলানাথ দত্ত, ফাউন্ডার এ্যান্ড এএমপি, প্রেসিডেন্ট, এমটিসি গ্লোবাল। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ডিসরাপটিভ ইনোভেশন ইন এডুকেশন’। -বিজ্ঞপ্তি
×