ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনালি আঁশের হারানো দিন ফেরাতে নতুন পাটনীতি করা হচ্ছে

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০১৬

সোনালি আঁশের হারানো দিন ফেরাতে নতুন পাটনীতি করা হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ দেশের সোনালি আঁশ খ্যাত পাটের হারানো দিন ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে এবার নতুন পাটনীতি করা হচ্ছে। প্রস্তাবিত এ নীতির খসড়ায় পাট শিল্পের উন্নয়নে নতুন প্রযুক্তি গ্রহণ ও নতুন ডিজাইন উদ্ভাবনে গবেষণা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে জোর দেয়া হয়েছে। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পাটনীতি-২০১৬ নিয়ে আলোচনাকালে এ তথ্য উপস্থাপন করা হয়। কমিটি পাটপণ্য উৎপাদন ও প্রযুক্তির উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি ‘পাটপণ্য ও পাট প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার সম্ভাবতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ডাঃ মোঃ এনামুর রহমান এবং কুজেন্দ্র লাল ত্রিপুরা অংশ নেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্পোরেশনগুলোর চেয়ারম্যানবৃন্দসহ মন্ত্রণালয় ও অধিদফতরের উর্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশে-বিদেশে প্রতিযোগিতা সক্ষম শক্তিশালী পাট খাত প্রতিষ্ঠার দূরদৃষ্টি নিয়ে পাট অধিদফতরের প্রস্তাবিত ‘পাটনীতি ২০১৬’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব তন্তু হিসেবে আবারও পাটের ব্যাপক সম্ভাবনার কারণে পাটশিল্পের উন্নয়ন, সম্প্রসারণ এবং হারানো গৌরব পুনরুদ্ধারে সরকারের অঙ্গীকার ও পরিকল্পনা পাটনীতিতে প্রতিফলনের সুপারিশ করে। পাশাপাশি একটি পরিপূর্ণ ডিজাইন ও উন্নয়ন ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে পাট খাতে নতুন নতুন ধারণার উদ্ভাবনকে উৎসাহিত করা এবং পাটপণ্য ও বহুমুখী পাটপণ্যের উৎপাদন ও উন্নয়নের গবেষণা কার্যক্রমে সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠানের মধ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সুপারিশ করেছে কমিটি। চট্টগ্রাম বন্দরে আধুনিক ট্রমা সেন্টার নির্মাণের সুপারিশ ॥ চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের জরুরী চিকিৎসা সেবা নিশ্চিতে একটি আধুনিক ট্রমা সেন্টার নির্মাণের সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মোঃ আব্দুল হাই, মোঃ হাবিবুর রহমান, এম আব্দুল লতিফ, রনজিৎ কুমার রায় অংশ নেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
×