ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বান্দরবানে স্রোতের টানে নিখোঁজ অধ্যাপকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০১৬

বান্দরবানে স্রোতের টানে নিখোঁজ অধ্যাপকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ঈদের ছুটিতে বান্দরবানে বেড়াতে গিয়ে সাঁতার কাটার সময় স্রোতের টানে পানিতে ডুবে মারা গেছেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকী (৪১)। শনিবার রাত ১১টার দিকে রুমার পর্যটন কেন্দ্র রিজুক লেক থেকে অনেকটা দূরে তার লাশ ভেসে ওঠে। বেলা ৩টার দিকে তিনি নিখোঁজ হন। তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক প্রকাশ করেছেন। সূত্র জানায়, অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকী তিন বছর আগে বগুড়া সরকারী আজিজুল হক কলেজে বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। তার বাড়ি ঢাকায়। স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে তার সংসার। ঈদের ছুটিতে তিনি এবং নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মহসীন কবির পরিবারসহ বান্দরবানের রুমা উপজেলার পর্যটন কেন্দ্র রিজুক লেকে বেড়াতে যান। রামু থানা সূত্র জানায়, শনিবার ১৩ সদস্যের পর্যটক দল রিজুক লেকে বেড়াতে যায়। বেলা ৩টার দিকে ওই লেকে সাঁতার কাটার সময় অধ্যাপক তৌফিক স্রোতের টানে নিখোঁজ হন। এরপর সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে রাতে অধ্যাপক তৌফিকের মরদেহ ভেসে ওঠে। এই ঘটনায় বগুড়া সরকারী আজিজুল হক কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
×