ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দ হক রচিত গান নিয়ে কুড়িগ্রামে সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ০৪:৩১, ১৯ সেপ্টেম্বর ২০১৬

সৈয়দ হক রচিত গান নিয়ে কুড়িগ্রামে সাংস্কৃতিক সন্ধ্যা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের ১৯৭৮ সালের এসএসসি শিক্ষার্থীরা এবারের ঈদ আনন্দ উৎসব সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হককে উৎসর্গ করা হয়। কবি সৈয়দ শামসুল হক রচিত গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা করা হয়। এরপর ৬০-৭০ দশকের কালজয়ী গানের মূর্ছনায় মেতে ওঠে সবাই। ‘ঈদ আনন্দে গহীনের গানে-স্মৃতিজাগা প্রহরে’ এই সেøাগানে ‘আমরা ৭৮’ এর ব্যাচের সঙ্গীতানুষ্ঠান কুড়িগ্রাম পৌরহলে আয়োজন করা হয়। ডাঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় কবি সৈয়দ শামসুল হকের সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন- কবি কাইয়ুম খান, হাফিজুর রহমান রকেট, সামসুল ইসলাম সুমন প্রমুখ। মূল প্রবন্ধে ‘আমরা-৭৮’-এর সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মকা-ে ফিরিস্তি তুলে ধরা হয়। কবি সৈয়দ শামসুল হকের লেখা গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন স্থানীয় শিল্পীরা। পরে কবির রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
×