ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যস্ত গীতিকবি সজীব শাহরিয়ার

প্রকাশিত: ০৪:৩০, ১৯ সেপ্টেম্বর ২০১৬

 ব্যস্ত গীতিকবি সজীব শাহরিয়ার

স্টাফ রিপোর্টার ॥ সংস্কৃতির অঙ্গনের অন্যতম একটি বিয়ষ সঙ্গীত বা গান। একটি ভাল গান সৃষ্টির পেছনে বেশ কিছু বিষয় জড়িত থাকে। এর অন্যতম বিষয় গানের কথা। সুন্দর এবং মৌলিক কথা সমৃদ্ধ গান বরাবরই শ্রোতাপ্রিয় হয়। মানুষ মনে রাখে যুগ যুগ ধরে। বর্তমানে সময়ে যে কয়েকজন মেধাবী গীতিকার গান রচনায় ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে অন্যতম তরুণ গীতিকবি সজীব শাহরিয়ার। একান্ত ভাল লাগা থেকেই গান লেখেন। তিনি একাধারে ব্যস্ত সময় পার করছেন অডিও এ্যালবাম ও চলচ্চিত্র দুই মাধ্যমেই। ইতোমধ্যে তার লেখা গান গেয়েছেন দেশের জনপ্রিয় অনেক শিল্পী। তিনি কাজ করেছেন দেশের প্রায় সব জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালকদের সঙ্গে। ২০১৪ সালে তার প্রথম এ্যালবাম ‘বন্ধ মনের দুয়ার’ রিলিজ হয় । এ্যালবামে তার লেখা গান করেছিলেন এ্যান্ডু কিশোর। বর্তমান সময়ে অডিও এবং চলচ্চিত্রের জন্য কাজ করছেন। এর ধারাবাহিকতায় গেল ঈদে রিলিজ হয়ে তার লেখা সব গানে সাজানো শোয়েবের সলো এ্যালবাম ‘তুমি সর্বোচ্চ’। এ্যালবামটি মাইসাউন্ডের ব্যানারে রিলিজ হয়েছে। লেজার ভিশনের ব্যানারে রিলিজ হয়েছে মিশ্র এ্যালবাম ‘প্রাণ বন্ধুয়া’। তার লেখা সব গানে সাজানো এ্যালবামের মধ্যে আরও রয়েছে শোয়েবের প্রথম সলো এ্যালবাম ‘শূন্যস্থান’ সঙ্গীতার ব্যানারে, মিশ্র এ্যালবাম ‘অভিমানে প্রেম বাড়ে’ ও ‘তোরে ছাড়া একলা লাগে’ এ দুটি এ্যালবামই এসেছে সুরঞ্জলির ব্যানারে। ‘নিবিড় ঘুম’ রিলিজ হয়েছে প্রোটিউনের ব্যানারে। এছাড়া তার লেখা মিশ্র এ্যালবামের সংখ্যা অনেক। পাশাপাশি অনেক শিল্পীর সলো ও মিশ্র এ্যালবামে কাজ করছেন সজীব শাহরিয়ার। সম্প্রতি তিনি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘জেদী’ ও ছকটু আহমেদ পরিচালিত ‘দলিল’ চলচ্চিত্রের জন্য গান লিখেছেন। সব মিলে গান লেখা নিয়েই ব্যস্ত সময় পার করছেন সজীব শাহরিয়ার। বাংলা গান নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই। শ্রোতারা যে ধরনের গান পছন্দ করে, সে ধরনের গান বেশি বেশি লিখতে চাই। আমি চাই বাংলাদেশের গান সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাক। আমি আরও স্বপ্ন দেখি আমার লেখা গান দেশে ও দেশের বাইরের অনেক জনপ্রিয় শিল্পীরা গান গাইবে।
×