ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সালমান শাহ্র জন্মদিনের আয়োজন

প্রকাশিত: ০৪:৩০, ১৯ সেপ্টেম্বর ২০১৬

সালমান শাহ্র জন্মদিনের আয়োজন

গৌতম পাণ্ডে ॥ বাংলাদেশের রোমান্টিক চলচ্চিত্রের ধ্রুবতারা প্রয়াত সালমান শাহ্র ৪৫তম জন্মদিন আজ সোমবার। তিনি ১৯৭০ সালের এই দিনে সিলেটে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে পড়ালেখার পাশাপাশি মডেলিং ও অভিনয়ের প্রতি তার ঝোঁক ছিল। চলচ্চিত্রে আসার আগে মডেলিংয়ের পাশাপাশি ছোট পর্দার একাধিক নাটকে অভিনয়ও করেছেন। চিত্রনায়ক জাফর ইকবালের মৃত্যুর পর বাংলা চলচ্চিত্র যখন সত্যিকারের একজন সুদর্শন নায়কের খরায় ভুগছিল তখনি সালমান শাহ আবির্ভূত হোন। নবাগত নায়িকা মৌসুমীর সঙ্গে প্রথম চলচ্চিত্রে জুটি বাঁধলেও পরবর্তীতে শাবনূরের সঙ্গে জুটি গড়ে একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেন সালমান। ১৯৯৩ সালের ২৫ মার্চ তার প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। এর পর মাত্র ৪ বছরেই ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। স্বল্প সময়ে রূপালী পর্দায় ঝড় তোলা এই চিত্রনায়কের জন্মদিনকে ঘিরে উৎসবের আয়োজন করেছে তারই ভক্ত সুহৃদের সংগঠন সালমান শাহ্ স্মৃতি পরিষদ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জসীম ফ্লোরে এ উৎসবের আয়োজন করা হয়েছে আগামী ২৯ সেপ্টেম্বর। আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, সালমান শাহ্ স্মৃতি সম্মাননা প্রদান ও তারকামেলা এ উৎসবের মূল আকর্ষণ। পরিষদের সাংস্কৃতিক সম্পাদক বিডি মিজু জানান, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ্র জন্মদিন ১৯ সেপ্টেম্বর হলেও উৎসবটা পিছিয়ে ২৯ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। কারণ ঈদের ছুটিতে অনেকে এখনও গ্রামের বাড়িতে আছে। সালমান শাহ্র অগণিত ভক্ত রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা ঢাকার ভক্তদের কাছে উৎসবের আনন্দটা ছড়িয়ে দিতে চাই। মিজু আরও জানান, বরাবরের চেয়ে এবার একটু ভিন্নতা আনার চেষ্টা চলছে এ উৎসবে। আলোচনা, নাচ, গান এবং স্মৃতি সম্মাননা প্রদান ছাড়াও থাকবে এক ঝাঁক তারকাদের নিয়ে শুধু সালমান শাহ্ অভিনীত চলচ্চিত্রের গানের সঙ্গে ফ্যাশান শো। এতে সালমান শাহ্ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের ‘ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার’ গানটি নতুনভাবে উপস্থাপন করা হবে। গানটির নতুন এ কম্পোজিশন করেছেন এসএম তুষার। বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও সুদর্শন অভিনেতা সালমান শাহ। সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমানই বড়। ১৯৮৬ সালে হানিফ সংকেতের গ্রন্থনায় ‘কথার কথা’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে মিউজিক ভিডিওতে অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সালমান শাহ্ মিডিয়াতে প্রথম আলোচিত হন। তখন তিনি ইমন নামেই পরিচিত ছিলেন। ১৯৯৩ সালে হিন্দি ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর কপিরাইট বৈধভাবে কিনে আনন্দমেলা সিনেমা লিমিটেড পরিচালক সোহানুর রহমান সোহানকে দিয়ে তৈরি করে ‘কেয়ামত থেকে কেয়ামত’। সে সময়কার জনপ্রিয় মডেল আনন্দবিচিত্রা সুন্দরী মৌসুমীর সঙ্গে অভিনয় করেন অপেক্ষাকৃত স্বল্প পরিচিত ইমন। প্রযোজক গোষ্ঠী অবশ্য ততদিনে পারিবারিক নামকে একটু কাটছাট করে তার পর্দা নাম ঠিক করেছেন সালমান শাহ্। তার অভিনীত ‘বুকের ভেতর আগুন’ চলচ্চিত্রের অর্ধেক কাজের সময় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ্। সালমান চলচ্চিত্রের মাঝে নেই কিন্তু ৪ বছর তিনি যেসব উপহার দিয়েছেন তা দিয়েই দর্শকদের মনে বেঁচে থাকবেন।
×