ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

বকেয়া দাবিতে বিসিসি কর্মচারীদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চার মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ এবং ভারপ্রাপ্ত মেয়রের হাতে কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিতের প্রতিবাদে রবিবার বেলা এগারোটার দিকে মানববন্ধন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা। নগর ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বিসিসি শাখার আহ্বায়ক পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধার সভাপতিত্বে কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৪৬৮ কর্মকর্তা ও কর্মচারীর চার মাসের বকেয়া ও ভাতা পরিশোধ না করা হলে তারা লাগাতার আন্দোলন শুরু করবেন। এছাড়াও বিসিসির সমাজ ও উদ্বাস্তু উন্নয়ন কর্মকর্তা মুক্তিযোদ্ধার সন্তান রাসেল খানের ওপর হামলাকারী বিসিসির ভারপ্রাপ্ত মেয়র ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ আলী খান বাদশার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পদ্মায় নৌকাডুবিতে মহিলার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৮ সেপ্টেম্বর ॥ দৌলতপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে তানজিলা খাতুন (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার বনানী নওসাড়া গ্রামের জামিল উদ্দীনের স্ত্রী। তানজিলা মারা গেলেও অলৌকিকভাবে তার চার বছরের এক শিশুসন্তানসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, শনিবার রাত ৮টার দিকে পদ্মার ভাটিতে আবেদেরঘাট এলাকায় ওই নারী ও বাচ্চাটি পানিতে ভেসে আসছিল। স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ সময় মহিলাটি মারা গেলেও তার কোলের বাচ্চাটি অলৌকিকভাবে বেঁচে যায়। একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে তারা নৌকাযোগে বাড়ি ফিরছিল। অবশেষে মাটিতে পুঁততে হলো ৬২ পশুর চামড়া স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ৬২টি গরুর চামড়া পুঁতে ফেলতে হয়েছে মাটির নিচে। নাচোল পৌর এলাকার মুরাদপুর মহল্লার একটি বাড়িতে এসব কাঁচা চামড়া মজুদ করা হয়েছিল। কোরবানির পশুর চামড়া ক্রয়ের জন্য প্রথমে ক্রেতা এলেও দর কম হওয়ার কারণে অপেক্ষা করছিল বেশি দাম পাওয়ার। যখন কিছুটা চড়ামূল্য দিয়ে কেনার জন্য ক্রেতা এলো তখন দেখা গেল সংরক্ষণ না করা এসব চামড়ায় পচন ধরেছে। বাধ্য হয়ে পুঁতে রাখা হলো চামড়াগুলো। উল্লেখ্য, নাচোলে গরুর চামড়া ২৫০ থেকে ৭৫০ টাকা ও ছাগলের চামড়া প্রকারভেদে ৩০ থেকে ৪৫ টাকা দরে বেচাকেনা হয়েছে। মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৮ সেপ্টেম্বর ॥ ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। জানা যায়, কালীগঞ্জ উপজেলার ওই ছাত্রী শুক্রবার নিখোঁজ হয়। শনিবার বিকেলে তাকে পরিত্যক্ত একটি ঘর হতে উদ্ধার করে গ্রামবাসী ও স্বজনরা। একই গ্রামের তোতা মিয়ার ছেলে মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান বিপ্লব ওই ছাত্রীকে শুক্রবার বিয়ের প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে পরিত্যক্ত একটি ঘরে আটকে রেখে রাতে ধর্ষণ করে। শনিবার কয়েক শিশু-কিশোর খেলতে গিয়ে তার খোঁজ পায়। তারা বাড়িতে এসে স্বজনদের এ কথা বলে। পরে গ্রামবাসী ও স্বজনরা ছাত্রীটিকে উদ্ধার করে। ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ সেপ্টেম্বর ॥ শনিবার রাত নয়টার দিকে ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। মৎস্যবন্দর আলীপুরের ৭-৮ সশস্ত্র সন্ত্রাসী রিয়াজের ওপর হামলে পড়ে। কোপায় নৃশংসভাবে। রিয়াজকে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক বরিশাল শোবাচিম হাসপাতালে পাঠান। রিয়াজ জানান, আনছার মোল্লা বাহিনীর ক্যাডার সোহেল খাঁ, কবিরসহ সন্ত্রাসীচক্র তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে। রিয়াজের পিঠে আটটি এবং পেটে একটি কোপের গুরুতর জখম রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। আহত রিয়াজ লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ ফকিরের ভাগ্নে ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। চিকিৎসকদের বিক্ষোভ, মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ নারী চিকিৎসককে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে রবিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চিকিৎসকরা। বাগেরহাট বিএমএ’র ব্যানারে বিক্ষোভ কর্মসূচীতে বাগেরহাটের নয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও সদর হাসপাতালের সকল চিকিৎসক অংশ নেন। এ সময় বক্তব্য দেনÑ সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র ম-ল, বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আঃ মতিন আকন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডাঃ সৈয়দ জাহাঙ্গীর হোসেন, চিতলমারীর ডাঃ মামুনুল হাসান মিলন, শরণখোলার অসিত কুমার সমাদ্দার, ডাঃ কেয়া দেবনাথ প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শম্পা রানীকে নির্যাতনের পর কর্তৃপক্ষের বিনানুমতিতে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের কচুয়ায় পানিতে ডুবে হেমায়েত তালুকদার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাঢ়ীপাড়া ইউনিয়নের কাকারবিল গ্রামের সোহেল তালুকদারের ছেলে। শনিবার রাতে বাড়ির পাশে একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার হয়। দুপুরে সকলের অগোচরে সে পানিতে পড়ে যায়। বেড়ায় যুবলীগ অফিসে হামলা ॥ আহত ১৩ সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৮ সেপ্টেম্বর ॥ বেড়ায় যুবলীগ অফিসে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার সানিলাপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনকে কেন্দ্র করে বেড়া উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রশিদ দুলালের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ নেতা রমজান আলীর মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার রাত ৯টার দিকে যুবলীগের অফিসে নেতাকর্মীদের অভ্যন্তরীণ মিটিং চলাকালে রমজান আলীর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী যুবলীগ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলি ছুড়লে দুলালের সমর্থক মকবুল গুলিবিদ্ধসহ শাওন, রবিন, কাশেম, ঠাণ্টু, শিলু, আরিফ, মন্টু, সজিব, শামীম, আলম, সবুজ ও সেলিম গুরুতর আহত হন। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনায় জঙ্গীবিরোধী বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ সেপ্টেম্বর ॥ রবিবার নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের ৩০টি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সামাজিক-সাংস্কৃতিক ঐক্যমঞ্চ’-এর ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। পরিমল রায়ের সভাপতিত্বে এবং সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, প্রবীণ শিক্ষক হীতেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, স্থানীয় উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ। সমাবেশ শেষে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার প্রমুখ। রংপুর নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, দেশব্যাপী জঙ্গী হামলা বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্ম ও সমাজ জঙ্গী ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না। রবিবার বেলা ১২টায় রংপুরে জঙ্গীবিরোধী প্রচারে অংশ হিসেবে লিফলেট ও পোস্টার বিরতণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জঙ্গীবিরোধী প্রচারণায় নগরীর জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, পায়রা চত্বরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পোস্টার ও লিফলেট বিতরণ করেন ডিআইজি। এ সময় সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, অতিরিক্ত ডিআইজি মঞ্জুর কাদের, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) সাইফুর রহমান প্রমুখ। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে রবিবার দুপুরে মানববন্ধন করেছে জেলা পুলিশ। পুলিশের কর্মকর্তা ও সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক স্কুল ছাত্রছাত্রী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এতে অংশ নেন। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার আশরাফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ম-ল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ। কর্মস্থলে ফেরা হলো না দেলোয়ার এবং সাজুর নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ সেপ্টেম্বর ॥ ঈদ শেষে কর্মস্থলে ফেরা হলো না দেলোয়ার ও সাজুর। নওগাঁর রানীনগর রেলওয়ের ওভারব্রিজ কেড়ে নিল তাদের প্রাণ। জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কাজলাপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের পুত্র দেলোয়ার হোসেন (৪০) ঢাকায় তার কর্মস্থল থেকে ঈদ করতে শ্বশুরবাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার টেগরাতকিপুর গ্রামে আসেন। একই সময় ঢাকা থেকে ঈদ করতে বাড়ি আসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আজিজপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে সাজু (২৫)। তারা উভয়ে কর্মস্থল ঢাকা যাচ্ছিলেন আন্তঃনগর নীলসাগর ট্রেনের ছাদে উঠে। রবিবার ভোর ৪টার দিকে ট্রেনটি রানীনগর রেলওয়ে ওভারব্রিজ অতিক্রম করার সময় অসাবধানবশত ওই ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার হোসেন। সাজুকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নেয়ার পথে সাজুও মারা যান। নিহত সাজুর স্ত্রী পারুল বলেন, তারা ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় থাকেন এবং সাজু ঢাকায় রিক্সা চালাতেন। ট্রলারডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৮ সেপ্টেম্বর ॥ বোরহানউদ্দিন উপজেলায় এমভি ফারহান-২ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া জেলে আরিফের (২৭) লাশ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে আলিমুদ্দিন-সেল্টার বাজার সংলগ্ন এলাকার মেঘনা তীর থেকে নিখোঁজ জেলের লাশ পাওয়া যায়। স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এমভি ফারহান-২ লঞ্চটি একটি মাছধরা ট্রলারকে ধাক্কা দিলে ৫ মাঝি-মাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। ওই সময় ৪ জনকে উদ্ধার করা করা গেলেও অপর জেলে আরিফের কোন সন্ধান পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেয়া হবে। মেঘনায় ট্রলারে দস্যুদের হামলা ॥ মাছ লুট নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৮ সেপ্টেম্বর ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মেঘনায় রবিবার রাতে জলদস্যুরা কয়েকটি জেলে ট্রলারের ওপর হামলা চালিয়েছে। এ সময় জলদস্যুরা মাছ লুট করে ১২ জেলেকে অপহরণসহ একটি ট্রলার ছিনতাই করে নিয়ে গেছে। দুপুরে কোস্টগার্ড ঢালচর থেকে অপহৃতদের মধ্যে ৯ জনকে উদ্ধার করেছে। বাকিদের কোন সন্ধান পাওয়া যায়নি। হাতিয়া কোস্টগার্ডের লে. কমান্ডার ওমর ফারুক জানান, অপহৃত মাঝিদের মধ্যে ৯ জনকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ঢালচর থেকে উদ্ধার করেছে। তবে উদ্ধারকৃতদের নাম তিনি জানাতে পারেননি। জলদস্যুদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দুই যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার থানা পুলিশ কামরুল ইসলাম (২১) ও সবুজ হোসেন (২০) নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে। এদের একজন গলায় দড়ি ও অপরজন বিষপানে আত্মহত্যা করেছে। নিহত কামরুল ইসলাম পৌর এলাকার সাহেদনগর বেপারিপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে ও সবুজ হোসেন চর হরিপুর গ্রামের সিদ্দিক ম-লের ছেলে। গফরগাঁওয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, লুটপাট নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ১৮ সেপ্টেম্বর ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার রৌহা গ্রামে। এ সময় বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গ্রামবাসী ও আহত লোকজন জানায়, রৌহা গ্রামের কাজল ও ঈসমাইলের পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সকাল ১০টার দিকে ঈসমাইলের নেতৃত্বে একদল সশস্ত্র লোক কাজলের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অবশেষে ক্ষমা চাইলেন বিএনপি নেতা নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৮ সেপ্টেম্বর ॥ শিক্ষককে গালিগালাজ করার ঘটনায় অবশেষে চট্টগ্রামের পটিয়ার সেই বিএনপি নেতা ক্ষমা চাইলেন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি নেতা ইব্রাহিম পশ্চিম পটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা ইয়াসমিনের কাছে ক্ষমা চান। চট্টগ্রামে বিপুল মাদক উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বিভিন্ন এলাকা থেকে সাত হাজার ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক মাদক বিক্রেতাসহ ৬৮ জনকে। রবিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। এছাড়া ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ৩৮২ যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৯৯ গাড়ি আটক করেছে ট্রাফিক বিভাগ। সিএমপি সূত্রে জানানো হয়, শনিবার রাতে নগরীর কোতোয়ালি থানার আনসার ক্লাবের সামনে থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ কবির নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। নিরাপদ কর্মস্থল দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ শম্পা রানীকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গ্রেফতার করে থানায় নেয়ার ঘটনার প্রতিবাদে ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে রবিবার খুলনায় চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার উদ্যোগে বেলা ১২টায় নগরীর শহীদ ডাঃ মিলন চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম সভাপতিত্ব করেন। সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শম্পা রানীর গ্রেফতার ও চরিত্র হননের অপচেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএমএ সাতক্ষীরা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। খোলপেটুয়ায় ট্রলারডুবিতে বৃদ্ধের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ খোলপেটুয়া নদীতে ট্রলারডুবিতে তাইজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত তাইজুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের মৃত তাজউদ্দিনের ছেলে। রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুইজন।
×