ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অটোরিক্সায় সংযোজিত মিটার যেন শো-পিস

প্রকাশিত: ০৪:২৭, ১৯ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রামে অটোরিক্সায় সংযোজিত মিটার যেন শো-পিস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে মিটারে চলে না অটোরিক্সা। প্রশাসনের কড়াকড়িতে কিছু অটোরিক্সায় মিটার সংযোজিত হলেও সেগুলো যেন ‘শো-পিস’। ওসব মিটার ব্যবহৃত হয় না বললেই চলে। আরও গর্হিত এই যে, ধরপাকড় থেকে রক্ষা পেতে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অটোরিক্সায়ও লেগে গেছে মিটার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিক্সা চলতে দেয়া হবে না। আর মহাসড়কে বন্ধ থাকবে সিএনজি ট্যাক্সি ও তিন চাকার যানবাহন। চট্টগ্রাম সার্কিট হাউসে শনিবার অনুষ্ঠিত পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে মন্ত্রীর এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। মন্ত্রী নগরে গণপরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মেয়রকে দায়িত্ব প্রদান করেন। এ সময় তিনি বলেন, চসিক মেয়র নগরী থেকে বিলবোর্ড উচ্ছেদ এবং কোরবানির ঈদে দ্রুততার সঙ্গে পশুর বর্জ্য অপসারণে সফলতার পরিচয় দিয়েছেন। সৌন্দর্য বর্ধনেও সফল হতে চলেছেন। গণপরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রেও মেয়র সফল হবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে, অটোরিক্সার অপ্রতুলতার কারণে অনিবন্ধিত সিএনজি অটোরিক্সাগুলোকে নিবন্ধন দেয়ার দাবিও উঠেছে। কারণ, নম্বরবিহীন ট্যাক্সি নিয়ে বিভিন্ন সংগঠনের নামে বাণিজ্য যেমন চলে আসছে তেমনিভাবে এ সকল ট্যাক্সি আইন প্রয়োগকারী সংস্থার অসাধু সদস্যদের ইনকামের সুযোগ করে দিচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘এসো মিলি প্রাণের বন্ধনে’ সেøাগান সামনে রেখে বাবুগঞ্জ উপজেলার রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে দিনভর উৎসব উপলক্ষে শোভাযাত্রা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মোতালেব হাওলাদার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহজাহান মানিককে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ১১৩ প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাকে ভাতা নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৮ সেপ্টেম্বর ॥ আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১১৩ প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা এক বছর ধরে ভাতার টাকা পাচ্ছে না এ সংক্রান্ত একটি প্রতিবেদন রবিবার জনকণ্ঠে প্রকাশিত হয়। এ প্রতিবেদন সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর দৃষ্টি আকর্ষণ হলে তিনি সোনালী ও কৃষি ব্যাংক আমতলী শাখা ব্যবস্থাপকদের অসহায় মানুষদের ভাতার টাকা প্রদানে নির্দেশ দিয়েছেন। রবিবার ব্যাংক দুটির ব্যবস্থাপকরা টাকা দেয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। রবিবার ব্যাংক পাড়ায় গিয়ে দেখা গেছে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবারা ব্যাংকের সামনে ভাতার টাকা নেয়ার জন্য অপেক্ষা করছে।
×