ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়তি টোল আদায় ॥ বাঁশখালীতে ঝুলন্ত সেতু বন্ধ

প্রকাশিত: ০৪:২৭, ১৯ সেপ্টেম্বর ২০১৬

বাড়তি টোল আদায় ॥ বাঁশখালীতে ঝুলন্ত সেতু বন্ধ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৮ সেপ্টেম্বর ॥ দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কে অবস্থিত দেশের দীর্ঘতম ঝুলন্ত সেতুটি বন্ধ করে দেয়া হয়েছে। পর্যটকদের জন্য ওই সেতু পর্যবেক্ষণ এবং চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে বন বিভাগ। ফলে ঈদের ছুটিতে শত শত পর্যটক দূর-দূরান্ত থেকে এই সেতু পরিদর্শনে এলেও তারা এটি উপভোগ করতে না পারায় হতাশ হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ার অভিযোগে বন বিভাগ এই সেতুটির চলাচল বন্ধ করেন। তাছাড়া ইকোপার্কের ইজারাদারের বিরুদ্ধে গেটপাসসহ বিভিন্ন হাইটসে অতিরিক্ত টোল আদায়েরও অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেলে ইকোপার্ক এলাকায় পরিদর্শনে গিয়ে পর্যটকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া যায়। জানা গেছে, ঈদের ছুটিতে বাঁশখালী ইকোপার্কে প্রচুর লোক সমাগম হলেও পর্যটকরা আশারূপ বিনোদন থেকে বঞ্চিত হয়। একদিকে ইকোপার্কের অন্যতম আকর্ষণ দেশের দীর্ঘতম ঝুলন্ত সেতুটি বন্ধ করে দেয়া অপরদিকে ইজাদারের অতিরিক্ত টোল আদায়ে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা। ইকোপার্কের গেট পাস ৭ টাকা হলেও বর্তমানে ১৫ থেকে ২০ টাকা আদায় করা হচ্ছে। একই হারে ভেতরের হাইটস এবং গাড়ি পার্কিংয়েও নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা। ইকোপার্কের বিট কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান শেখ জনকণ্ঠকে জানান, পাটাতন নষ্ট হয়ে যাওয়া, লোহার তারগুলো পাটাতন থেকে খুলে যাওয়াসহ নড়বড়ে হয়ে যাওয়া সেতুটি দুর্ঘটনা এড়াতে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ইকোপার্কে দায়িত্বরত। তিনি বলেন, ঈদে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
×