ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেংরাগিরি ইকোপার্ক ॥ আড়াই মাস ধরে অভুক্ত বন্য প্রাণী

প্রকাশিত: ০৪:২৬, ১৯ সেপ্টেম্বর ২০১৬

টেংরাগিরি ইকোপার্ক ॥ আড়াই মাস ধরে অভুক্ত বন্য প্রাণী

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৮ সেপ্টেম্বর ॥ তালতলী উপজেলার টেংরাগিরি ইকোপার্কে আড়াই মাস ধরে বন্য প্রাণীর খাবার সরবরাহ বন্ধ রয়েছে। খাবার বন্ধ থাকায় মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছে প্রাণীকুল। দর্শনার্থী ও স্থানীয় ব্যবস্থাপনায় সামান্য কিছু খাবার সরবরাহ করায় কোনমতে প্রাণে বেঁচে আছে প্রাণীগুলো। জানা গেছে, ইকো-ট্যুরিজম সুযোগ বৃদ্ধি শীর্ষক কর্মসূচীর আওতায় বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের সখিনা বিটে ২০১১-১২ অর্থবছরে ইকোপার্ক প্রতিষ্ঠা করা হয়। টেংরাগিরি বনাঞ্চলের অভয়ারণ্যে ১০টি হরিণ, ২৫টি শূকর, ৩টি চিতাবাঘ, ২৫টি অজগর, ২টি কুমির, শতাধিক বানর ও দুটি সজারুসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী রয়েছে। দৈনিক হরিণ, বাঘ, কুমির ও শূকরের খাবার সরবরাহ করতে হয়। প্রতিবছর এ পশুদের খাবার সরবরাহ করে ঠিকাদার। জুলাই, আগস্ট ও সেপ্টম্বর মাসের চলতি তারিখ পর্যন্ত কোন ঠিকাদারি প্রতিষ্ঠান খাবার সরবরাহ করেনি। ফলে আড়াইমাস ধরে প্রাণীগুলো অর্ধাহারে অনাহারে দিনযাপন করছে। ইকোপার্কে দর্শনার্থীদের দেয়া ও স্থানীয় বন বিভাগের কর্মচারীরা নিজস্ব উদ্যোগে কিছু খাবার সরবরাহ করছে। তা দিয়ে প্রয়োজনীয় চাহিদা পূরণ হয় না। ফলে প্রাণীগুলো আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। তাদের মধ্যে এখন আর বন্য প্রাণীর চঞ্চলতা নেই। এ অবস্থা চলতে থাকলে প্রাণীগুলো না খেয়ে অচিরেই মারা যাবে। পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র জানান, জুন মাসে বরাদ্দ শেষ হয়ে গেছে। নতুন অর্থবছরে বরাদ্দ পাইনি। তাই জুলাই মাস থেকে স্থানীয় ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করা হচ্ছে। তবে খাবার সরবরাহ নিশ্চিত করার জন্য উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
×