ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রিভুজ প্রেম ॥ পটিয়ায় রাজমিস্ত্রি খুন, অন্যত্র তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২৬, ১৯ সেপ্টেম্বর ২০১৬

ত্রিভুজ প্রেম ॥ পটিয়ায় রাজমিস্ত্রি খুন, অন্যত্র তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় খুন হয়েছে রাজমিস্ত্রি। এছাড়া অন্যত্র পুলিশ উদ্ধার করেছে তিন লাশ। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : পটিয়া ॥ প্রেমঘটিত কারণে চট্টগ্রামের পটিয়ায় রাজমিস্ত্রী আরমান (১৮) খুন হয়েছে। সে উপজেলার কচুয়াই ইউনিয়নের কথা কচুয়াই গ্রামের মফিজুর রহমানের ছেলে। শনিবার গভীর রাতে এই খুনের ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একই এলাকার বাবুল আক্তারের মেয়ে আয়শা সুলতানা মুন্নীকে আটক করেছে। পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমঘটিত কারণে এই খুনের ঘটনা ঘটেছে। আয়শা সুলতানা মুন্নীর প্রেমিক বোয়ালখালী গ্রামের আরফাতকে পুলিশ খুঁজছে। এই খুনের সঙ্গে সে জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। ঘটনার রাতে সে মুন্নীর বাড়িতে এসেছিল। তাছাড়া মুন্নীর প্রেমিকের সঙ্গে রাজমিস্ত্রী আরমানের বন্ধুত্ব ছিল এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক নিয়ে তাদের বন্ধুত্ব নষ্ট হয়। মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে নিখোঁজ হবার তিন দিন পর উদ্ধার হলো ৮ম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেনের (১৬) লাশ। শনিবার সন্ধ্যায় লতব্দী ইউনিয়নের দোসরপাড়া এলাকায় ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ। আরাফাত মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বাঘবাড়ী গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে ১৫ সেপ্টেম্বর নৌ ভ্রমণের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বোয়ালমারী, ফরিদপুর ॥ আলফাডাঙ্গা উপজেলার বারাশিয়া নদীর পাড় থেকে রবিবার সকালে বরই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৪৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওইদিন সকালে বারাশিয়া নদীর পাড়ে বালিকা বিদ্যালয় রোডের পাশে লাশ দেখতে পেয়ে জনতা পুলিশে খবর দেয়। রাজশাহী ॥ বাগমারা উপজেলার চিকাবাড়ি গ্রামের দীঘি থেকে বাহার আলীর (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাগমারা থানার ওসি সেলিম হোসেন জানান, বাহার আলীর বাড়ি চিকাবাড়ি গ্রামেই। শনিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার সকাল ৯টার দিকে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দীঘিতে তার ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফরে নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শুভেচ্ছা সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ ভারত ও শ্রীলঙ্কার উদ্দেশে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেছে। ‘সমুদ্র জয়’ ও ‘সমুদ্র অভিযান’ নামের এ দুটি জাহাজ আগামী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর ভারতের পোর্ট ব্লেয়ার বন্দরে এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বো বন্দরে অবস্থান করবে। রবিবার দুপুরে চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে জাহাজ দুটিতে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানায়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনাল) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আখতার হাবীব, স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ। আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, শুভেচ্ছা সফর ও প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট, নাবিক এবং বিভিন্ন মন্ত্রণালয়/বাহিনী/সংস্থা হতে মোট ৫১১ জন সদস্য। এর মধ্যে ২৪ মহিলা কর্মকর্তা ও ক্যাডেট রয়েছেন।
×