ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ বোয়ালিয়া গণহত্যা দিবস

প্রকাশিত: ০৪:২৪, ১৯ সেপ্টেম্বর ২০১৬

আজ বোয়ালিয়া গণহত্যা দিবস

ডি.এম. তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ আজ এক কালো দিবস চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়াবাসীদের কাছে। সেদিনের নৃশংসতার কথা আজও সাধারণ মানুষ ভুলতে পারেনি । তারা কোনভাবেই এই দিনকে ভুলতে পারে না। একাত্তরের সেই কালো দিনটি ছিল রবিবার। সেই দিনে ইতিহাসের জঘন্যতম হত্যাকা- ঘটিয়েছিল হানাদার বাহিনী। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১৫২ জন, কারও মতে দুইশ’ অসহায় নিরীহ নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করে উল্লাস করেছিল পাকিরা। শহীদ এসব বাঙ্গালীর মধ্যে ছিল নারী, বৃদ্ধ, রুগ্ন, অসুস্থ মানুষ ও শিশুরা। নির্বিচারে গুলি করে হত্যার সময় রেহাই পায়নি সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুও। মানুষের চিৎকারে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছিল। রক্তে লাল হয়ে যায় মহানন্দা নদীর পানি। সেই দিনটি বোয়ালিয়া হত্যা দিবস। মুক্তিযোদ্ধাদের হাতে বার বার নাজেহাল ও তাড়া খেয়ে পাকিরা বেপরোয়া হয়ে প্রতিশোধ নিতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল বোয়ালিয়ার নিরস্ত্র আবালবৃদ্ধবনিতার ওপর। একাত্তরের এপ্রিলে পুরো জেলা হানাদারদের হাতে চলে যাবার পর পাকিরা একাধিক অস্থায়ী ক্যাম্প করে বাঙ্গালী হত্যাযজ্ঞ শুরু করে। তারা রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প করে বোয়ালিয়া-চৌডালা-নন্দলালপুর ও আড়গাড়াহাটে শক্ত অবস্থান নিয়ে গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ চালাতে থাকে। এসব অপকর্ম হতে মুক্ত করতে এগিয়ে আসে মুক্তিযোদ্ধাদের একাধিক গ্রুপ। ৮ সেপ্টেম্বর ভোরের দিকে মোহদীপুর সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মহিউদ্দীনের নেতৃত্বে একটি গ্রুপ হামলা চালায় এসব বাঙ্কারে। ৮/১০ পাক পশুকে হত্যা করে পুরো এলাকার দখল নিলে হানাদাররা মহানন্দা পেরিয়ে পালিয়ে যায়। অনেকে পানিতে ডুবে মারা যায়। এ ধরনের চোরাগোপ্তা ও আকস্মিক হামলা চালাতে থাকে একের পর এক। আর্মি ফার্মের বানর স্কুলের টয়লেটে নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৮ সেপ্টেম্বর ॥ রবিবার বেলা ১১টার দিকে আদিতমারী উপজেলার মহিষখোচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট হতে একটি বানর উদ্ধার হয়েছে। জানা যায়, কয়েক মাস আগে লালমনিরহাট আর্মি ফার্মের মিনি চিড়িয়াখানার খাঁচায় থাকা দুটি বানর পালিয়ে যায়। একটি তাৎক্ষণিক উদ্ধার করা হয়। কিন্তু অন্য বানরটি নিখোঁজ ছিল। রবিবার মহিষখোচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটে বানরটি আটকা পড়ে। আর্মি ফার্মে এ খবর দিলে তারা এসে আটকে পড়া বানরটিকে উদ্ধার করে নিয়ে যায়। ওঁরাও সম্প্রদায়ের উৎসব নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ সেপ্টেম্বর ॥ ওঁরাও সম্প্রদায়ের কারাম পূজা ও সামাজিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্বপঞ্জিকা হিসেবে ভাদ্র মাসের শেষ দিনে শনিবার রাত ৮টার দিকে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা এলাকার ওঁরাও পল্লীতে দুই দিনব্যাপী কারাম পূজা ও সামাজিক উৎসবের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় ওঁরাও সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ ঢাক-ঢোলের তালে নাচে-গানে মাতোয়ারা হন। সঙ্গে যোগ দেয় শিশু-কিশোররাও। কামনা-বাসনা করেন আর চেষ্টা করেন একটু ভালবাসার।
×