ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছেলে ধরা আতঙ্ক ॥ বাঁশখালীতে রহস্যময় বাড়ি!

প্রকাশিত: ০৪:২৩, ১৯ সেপ্টেম্বর ২০১৬

ছেলে ধরা আতঙ্ক ॥ বাঁশখালীতে রহস্যময় বাড়ি!

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৮ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌর সদর জলদীতে কাজীরপাড়া এলাকায় একটি বহুতল বাড়িকে ঘিরে রহস্যের জাল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। পাশাপাশি ওই বাড়িকে ঘিরে এলাকায় ছেলে ধরা আতঙ্ক চলছে। গত এক সপ্তাহে কমপক্ষে ৫ শিশুকে ওই বাড়িতে ধরে নেয়ার অভিযোগও উঠেছে। রহস্যময় বহুতল ভবনের মালিক উপজেলা গন্ডামারা ইউনিয়নের প্রভাশালী নুরুল মোস্তফা সংগ্রাম। ক্ষমতার দাপটে ওই নেতা দীর্ঘদিন থেকে উপজেলা সদরে বিভিন্ন এলাকায় জায়গা-জমিও দখল করে আসছে। এ ঘটনায় এলাকার অভিভাবকরা বাঁশখালী থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। অভিযোগের ৪ দিন পেরিয়ে গেলেও থানা পুলিশের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি বলেও জানান এলাকাবাসী। রবিবার অভিযোগের সত্যতা স্বীকার করে অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, শীঘ্রই এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে। তদন্তে নেমেছে পুলিশের একটি টিম। যা-ই হোক, পুরো উপজেলা সদরে এ রহস্যময় বাড়িকে ঘিরে চলছে নানান গুঞ্জন। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কৃষক নুরুল আলম থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করে বলেন, তার মেয়ে আজিজা (৮) ও শাহিন সুলতানা এ্যানি (১০) গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই ভবনটির সামনে এলে কে বা কারা তার দুই মেয়েকে গলা চেপে ধরে ভেতরে নিয়ে যায়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা দূর থেকে মেয়েদের পিছু নিয়েছিল। এর আগে একই এলাকার প্রফুল্ল শীলের ছেলে শ্রীশান্তকে (৫) অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। সিএনজিচালক আকতার হোসেন, কৃষক আবদুল জলিল, মনির আহমদ, আবদুল মালেক, মোহাম্মদ আজিম ও সুবল শীল জানান, বৃহস্পতিবার রাতে এলাকাবাসী এ ঘটনা নিয়ে থানা পুলিশের কাছে গেলে পুলিশ শুক্রবার ঘটনা তদন্তের আশ্বাস দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তারা বলেন, ভবন নির্মাণে কোথায় কী জটিলতা হয়েছে ওসব আমাদের কোন সমস্যা নয়, কিন্তু আমাদের ছেলে-মেয়েদের যদি ওখানে ধরে নিয়ে কোন ক্ষতি করা হয় কিংবা তাদের পাচার বা অপহরণ করা হয়Ñ সেটাই আমাদের আতঙ্কের বিষয়। ভবন মালিক নুরুল মোস্তফা সংগ্রাম জানান, আমার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ মিথ্যা।
×