ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভ্যানগার্ড রূপালী মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু

প্রকাশিত: ০৪:২১, ১৯ সেপ্টেম্বর ২০১৬

ভ্যানগার্ড রূপালী মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ও চাঁদা জমা নেয়া রবিবার শুরু হয়েছে। এটি চলবে ২ অক্টোবর পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। আর ৫০০ শেয়ার নিয়ে এর মার্কেট লট। মিউচুয়াল ফান্ডটির আকার হবে ২০০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তার অংশ ৪০ কোটি টাকা। এছাড়া প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে ৬৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বাকি ৯৫ কোটি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সংগ্রহ করা হবে। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে ৩৮ কোটি টাকার ইউনিট। ইউনিট সংখ্যা ৩ কোটি ৮০ লাখ, আর মার্কেট লট সংখ্যা ৭৬ হাজার। অনিবাসী বাংলাদেশীদের জন্য আছে ৯৫ লাখ ইউনিট। সমসংখ্যক ইউনিট সংরক্ষিত আছে মিউচুয়াল ফান্ডগুলোর জন্য। অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকছে ৩ কোটি ৮০ লাখ ইউনিট। গত ২ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে। ক্লোজইন্ড এই মিউচুয়াল ফান্ডটির মেয়াদ ১০ বছর। ফান্ডটির উদ্যোক্তা রূপালী ব্যাংক লিমিটেড। ফান্ডটি পরিচালনা করবে ভ্যানগার্ড এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। দ্বিতীয় সাবমেরিন কেবলের ব্যান্ডউইডথ সরবরাহ ক্ষমতা বাড়বে দ্বিতীয় সাবমেরিন কেবলের অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এর ফলে আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিক উদ্বোধনের পর আরও ১ হাজার ৪০০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জন করবে প্রতিষ্ঠানটি। প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশকে সাউথইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫ (এসইএ-এমই-ডব্লিউই-৫)-এর সঙ্গে সংযুক্ত করতে ল্যান্ডিং স্টেশন ও সংযোগ লাইন স্থাপন, ফাংশনাল বিল্ডিংসহ প্রায় সব অবকাঠামোর কাজ আগেই শেষ করেছে সাবমেরিন কেবল। আর ৬৬০ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবলের অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার কিনবে কেডিএস পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা কেডিএস গার্মেন্টস লিমিটেড শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কেডিএস গার্মেন্টস ১১ লাখ ৪৫ হাজার শেয়ার কিনবে। এই কর্পোরেট উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে। -অর্থনৈতিক রিপোর্টার
×