ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবদুর রউফ কর্মসংস্থান ব্যাংকের নতুন এমডি

প্রকাশিত: ০৪:১৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬

আবদুর রউফ কর্মসংস্থান ব্যাংকের নতুন এমডি

মোঃ আবদুর রউফ সম্প্রতি কর্মসংস্থান ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। কর্মসংস্থান ব্যাংকে যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। জনাব রউফ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে তার কর্মজীবন শুরু করেন। তিনি আইসিবির মহাব্যবস্থাপকসহ বিভাগীয় প্রধান ও শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। -বিজ্ঞপ্তি চট্টগ্রামে বাস্তবায়ন হবে ৪ হাজার কোটি টাকার প্রকল্প স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর উন্নয়নে ত্রি-বার্ষিক পরিকল্পনার আওতায় বাস্তবায়ন করা হবে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে। এডিপি, জাইকাসহ বৈদেশিক সাহয্যপুষ্ট দাতাদের সহযোগিতায় নগরীর অবকাঠামো উন্নয়ন করা হবে। এ সকল প্রকল্পের মধ্যে দীর্ঘমেয়াদী, আয়বর্ধক ও খাল খনন প্রকল্প রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন রবিবার নগর ভবনে অনুষ্ঠিত কর্পোরেশনের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ, পানি ও বিদ্যুত, যোগাযোগ এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক চারটি স্থায়ী কমিটির সভায় এ তথ্য প্রকাশ করেন। ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করায় দুই মেয়রকে রিহ্যাবের অভিনন্দন ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে কোরবানির বর্জ্য অপসারণ করায় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে অভিনন্দন জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদ-পরবর্তী ৪৮ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ করায় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন তাদের অভিনন্দন জানান। আগামীতে ক্লিন ঢাকা উপহার দিতে দুই মেয়র সচেষ্ট থাকবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন রিহ্যাব প্রেসিডেন্ট। একই সঙ্গে জনগণের সার্বিক সহায়তা এবং ঢাকার উভয় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টারও প্রশংসা করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। এই দুই মেয়রের দৃষ্টান্তমূলক কার্যক্রমে রাজধানীবাসীর পক্ষেও তিনি সন্তোষ প্রকাশ করেন। দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ ভবিষ্যতের জন্য অনুকরণীয় হবে বলে মনে করেন তিনি । -বিজ্ঞপ্তি বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু ঈদ-উল-আযহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর যশোরের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। পণ্য লোড-আনলোডে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যিক প্রতিষ্ঠান, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা। সকালে বেনাপোল স্থলবন্দর ঘুরে দেখা যায়, আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস, বন্দর, সিএ্যান্ডএফ, ট্রান্সপোর্ট, ব্যাংক ও ইনস্যুরেন্স অফিস খুলেছে এবং এসব প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। অফিস খুলেছে বন্দরের পণ্য লোড-আনলোডের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নগুলো। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা অমিত বরণ দাস জানান, ছুটি শেষে কাস্টমস হাউসের প্রতিটি শাখায় অফিসিয়াল কার্যক্রম শুরু হওয়ায় ব্যস্ততা কিছুটা বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×