ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগস্টে রেমিটেন্স পাঠানোর শীর্ষে সৌদি প্রবাসীরা

প্রকাশিত: ০৪:১৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬

আগস্টে রেমিটেন্স পাঠানোর শীর্ষে সৌদি প্রবাসীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বরাবরের মতোই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে শীর্ষস্থানে রয়েছে সৌদি আরব। গত আগস্ট মাসে দেশটি থেকে ২৩ কোটি ৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে। এটি মধ্যপ্রাচ্যসহ রেমিটেন্স আহরিত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এর আগের মাস জুলাইয়ে দেশটি থেকে ১৯ কোটি ৪৯ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছিল। বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্সসংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আগস্টে রেমিটেন্স এসেছে ৬৭ কোটি ১৯ লাখ ডলার। যা আগের মাস জুলাইতে ছিল ৫৯ কোটি ৯৪ লাখ ডলার। এক মাসের ব্যবধানে যে পরিমাণ রেমিটেন্স বেড়েছে তা ঈদের কারণে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রেমিটেন্স পাঠানোর তালিকায় সৌদির পরই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে অবস্থিত প্রবাসীরা এ সময়ে ২০ কোটি ১২ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছে। এছাড়া কুয়েত থেকে ৮ কোটি ৭৬ লাখ ডলার, ওমান থেকে ৭ কোটি ৬৯ লাখ ডলার, কাতার থেকে ৪ কোটি ৫২ লাখ ডলার এবং বাহরাইন থেকে এসেছে ২ কোটি ৯৬ লাখ ডলারের সমপরিমাণ রেমিটেন্স। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো থেকে উল্লিখিত সময়ে দেশে রেমিটেন্স এসেছে ৫১ কোটি ১৬ লাখ ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটিতে অবস্থিত প্রবাসীরা ১৫ কোটি ৩৪ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। মালেয়শিয়া থেকে ১১ কোটি ৫৩ লাখ ডলার, যুক্তরাজ্য থেকে ৬ কোটি ৩৭ লাখ ডলার এবং ইতালি থেকে ৫ কোটি ৪৮ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে। আগস্ট মাসে মোট ১১৮ কোটি ৩৬ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে।
×