ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুবকের গ্রাহকদের পাওনা মেটাতে মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৪:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৬

যুবকের গ্রাহকদের পাওনা মেটাতে মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুবকের প্রতারিত গ্রাহকদের পাওনা বুঝিয়ে দিতে যে কোন একটি মন্ত্রণালয়কে দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। এ সংক্রান্ত পরবর্তী করণীয় নির্ধারণে আজ সোমবার বিকেল ৪টায় অর্থ মন্ত্রণালয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোপূর্বে যুবকে প্রশাসক নিয়োগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এরপরই বাণিজ্য মন্ত্রণালয়কে বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরামর্শ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে আজকের বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে বিতর্কিত প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) প্রতারিত গ্রাহকদের পাওনা বুঝিয়ে দেয়ার বিষয়টি সুরাহার দায়িত্ব পাচ্ছে কোন মন্ত্রণালয় তা ঠিক করতে বৈঠক ডেকেছে অর্থ মন্ত্রণালয়। বিতর্কিত যুবকের কার্যক্রম বন্ধের ১০ বছর পার হওয়ার পর বঞ্চিত গ্রাহকদের পাওনা বুঝিয়ে দেয়ার দায়িত্ব ঠিক করতেই আজকের বৈঠক। জানা গেছে, যুবক কমিশনের পাশাপাশি আইন মন্ত্রণালয় এক বছর আগেই যুবকে প্রশাসক নিয়োগের সুপারিশ করে। সুপারিশে বলা হয়েছিল, যুবকের স্থাবর, অস্থাবর সম্পত্তি ও দেওয়ানি দায় সুরক্ষায় কাজ করবেন ওই প্রশাসক। সেই সুপারিশ বাস্তবায়নে করণীয় জানতে চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। পরে প্রধানমন্ত্রী ‘এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করুন’ বলে বাণিজ্য মন্ত্রণালয়কে জানান। এরপরই অর্থ মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত নেয়।
×