ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলারি সীমান্ত রক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবেন ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৪:১২, ১৯ সেপ্টেম্বর ২০১৬

হিলারি সীমান্ত রক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবেন ॥ ট্রাম্প

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শনিবার টেক্সাস অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। এ সময় ট্রাম্প হিলারির অভিবাসন নীতিকে খুবই শিথিল বলে সমালোচনা করেন। খবর এএফপির। ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটিক প্রার্থী প্রেসিডেন্ট হলে তিনি সীমান্ত রক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবেন ও দেশকে একটি সমাধিক্ষেত্রে পরিণত করবেন। এর আগে ট্রাম্প হিউস্টন শহরতলীতে এক সমাবেশে বক্তৃতা করেন। যেখানে অবৈধ অভিবাসীদের দ্বারা বন্ধু ও পরিবারের সদস্য হারানো সহানুভূতিশীল সমর্থক উপস্থিত ছিলেন। যাদের অনেকের পরনে ‘এ্যা স্টোলেন লাইফ’ লেখা টি-শার্ট ছিল। গত গ্রীষ্ম থেকে অভিবাসন ইস্যুটি ট্রাম্পের প্রচারাভিযানে বিশেষ স্থান পায়। তিনি সে সময় বলেছিলেন, বেশির ভাগ মেক্সিকান অভিবাসীই মাদক পাচারকারী ও ধর্ষক। নিহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি কণ্ঠ কোমল করেন, যেমনটি তিনি সাধারণত করেন না। রিয়েল এস্টেট ধনকুবেরের মতে, হিলারি ক্ষমতায় গেলে নির্বাহী আদেশে অপরাধীদের ক্ষমা করে দেবেন। এতে সংবিধান লঙ্ঘন হবে ও জাতিকে একটি সমাধিক্ষেত্রের দিকে ধাবিত করবেন। এদিকে হিলারি ক্লিনটন অভিবাসন নীতিকে সহজ করার কথা বলেছেন। তিনি বলেন, শুধু সহিংসতাকারী অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে ট্রাম্প অভিমত দেন যে, তিনি সীমান্তে দেয়াল তুলে দেবেন এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করবেন। ট্রাম্প শনিবার জোর দিয়ে বলেন, প্রতিদিন অবৈধ অভিবাসীদের হাতে মার্কিনীরা হত্যার শিকার হচ্ছেন। প্রতিদিন আমাদের সীমান্ত উন্মুক্ত থাকছে, নির্দোষ মার্কিনীদের অযথা হয়রানির শিকার ও মারা যেতে হচ্ছে। প্রতিদিন আমরা আমাদের আইন প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছি।
×