ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮০ সৈন্য নিহত অস্ত্রবিরতি ব্যর্থ হলে দায়ী হবে যুক্তরাষ্ট্র ॥ মস্কো

সিরীয় বাহিনীর ওপর মার্কিন বোমা

প্রকাশিত: ০৪:১১, ১৯ সেপ্টেম্বর ২০১৬

সিরীয় বাহিনীর ওপর মার্কিন বোমা

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৮০ সিরীয় সৈন্য নিহত হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত দির আল জুর শহরের কাছে মার্কিন বিমান থেকে এই হামলা চালানো হয়। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এই খবর দিয়েছে। সিরীয় সেনাবাহিনীর জেনারেল কমান্ড জানায়, মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর জেটবিমানগুলো শনিবার দির আল জুর বিমানবন্দরের কাছে জেবেল সার্দায় সিরীয় সেনাদের একটি ক্যাম্পে বোমা বর্ষণ করে। ইসলামিক স্টেট জঙ্গীরা যাতে এটি দখল করতে না পারে সেই উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়। সিরীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়। এই হামলার মাধ্যমে ‘সুস্পষ্টভাবে প্রমাণিত’ হলো যে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জঙ্গী গ্রুপটিকে সমর্থন করে। সিরীয় সেনাবাহিনী এই হামলাকে ‘বিপজ্জনক এবং নির্লজ্জ আগ্রাসন’ বলে অভিহিত করেছে। মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার শনিবার একটি সিরীয় সেনাচৌকিতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে অভিহিত করে এ জন্য দুঃখ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র বলেছে, কোয়ালিশন বাহিনী তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গীদের আস্তানা মনে করে ওই হামলা চালায়। কিন্তু রুশ কর্মকর্তারা সিরীয় সৈন্যদের অবস্থান সম্পর্কে অবহিত করার পরই বিমান হামলা সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়। রাশিয়া বলেছে, সিরিয়ায় অস্ত্র বিরতি ব্যর্থ হলে সে জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলে সিরীয় সৈন্যদের ওপর মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলার ঘটনায় রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী অধিবেশন আহ্বান করেছে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। তিনি এজন্য বিদ্রোহীদের হামলাকে দায়ী করেন। রুশ জেনারেল ভøাদিমির সাভচেনকো টেলিভিশনে প্রদর্শিত এক ব্রিকিংয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় সরকারী অবস্থান এবং বেসামরিক নাগরিকদের ওপর ৫৫ বার হামলা হয়েছে। তিনি বলেন, দুটি শিশুসহ ১২ বেসামরিক নাগরিক এতে নিহত হয়। নিহতদের মধ্যে সিরীয় রেড ক্রিসেন্টের একজন স্বেচ্ছাসেবীও রয়েছেন। রাশিয়ান সেনাবাহিনীর সিনিয়র জেনারেল ভিক্টর পজনিখির টেলিভিশন প্রদর্শিত ব্রিফিংয়ে বলেছেন, রাশিয়া সিরিয়ার সরকারী সৈন্যদের পাল্টা হামলা থেকে বিরত রাখতে সম্ভব দখল প্রচেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় আমেরিকান পক্ষে যদি তাদের বাধ্যবাধকতা মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অস্ত্র বিরতি ভেঙ্গে পড়ার দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে। সিরীয় সেনা অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ॥ সিরিয়ার অস্ত্র বিরতিতে আইএস ও অন্যান্য উগ্রপন্থী ইসলামী জিহাদী গোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। এদের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলা অব্যাহত আছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, জোট বাহিনী ধারণা করেছিল তারা তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানের ওপর হামলা চালাচ্ছে, কিন্তু সিরিয়ার সামরিক বাহিনীর একটি অংশের সেনা ও গাড়িগুলোকে লক্ষ্য করে সম্ভবত হামলা চালানো হচ্ছে, রুশ কর্মকর্তারা এমন খবর দেয়ার সঙ্গে সঙ্গে হামলা থামিয়ে দেয়া হয়। এতে বলা হয়, আসন্ন বিমান হামলা সম্পর্কে সম্মিলিত বিমান অভিযান কেন্দ্র (কম্বাইন্ড এয়ার অপারেশন্স সেন্টার) রুশ পক্ষকে আগেই জানিয়ে রেখেছিল। এতে আরও বলা হয়, বিভিন্ন সামরিক ও বেসামরিক বাহিনীর সহাবস্থানের কারণে জটিল পরিস্থিতিতে আছে সিরিয়া, কিন্তু জোট বাহিনী সচেতনভাবে জানা কোন সিরীয় সামরিক ইউনিটের ওপর হামলা করে না। জোট বাহিনী এই হামলা ও এর পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে এ থেকে কোন শিক্ষা নেয়া যায় কি না। সিরীয় সেনা অবস্থানে জোট বাহিনীর ওই চার বিমান হামলা আইএসকে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার আর্মি জেনারেল কমান্ড। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জিহাদী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে এই বিমান তার সুনির্দিষ্ট প্রমাণ। -বিবিসি/সিএনএ/এএফপি/এনডিটিভি/টাইমস অব ইন্ডিয়া
×