ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুরুলিয়ায় ধরা পড়লেন দুই মাওবাদী স্কোয়াড সদস্য

প্রকাশিত: ১৯:০৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬

পুরুলিয়ায় ধরা পড়লেন দুই মাওবাদী স্কোয়াড সদস্য

অনলাইন ডেস্ক ॥ রাজ্যে মাওবাদীদের কার্যকলাপ নেই। কিন্তু এ রাজ্য থেকে ভিন্‌-রাজ্যে সরে থাকা দু’জন এ বার ধরা পড়লেন পুরুলিয়ায়। শুক্রবার পুরুলিয়ার বলরামপুর থেকে ধৃতদের মধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মেয়ে কবিতা ঘোড়ই ওরফে কল্পনা ওরফে সরলা রয়েছেন। অন্য জন পুরুলিয়ার আড়শার প্রাক্তন বাসিন্দা পঞ্চানন মাহাতো। শনিবার পুরুলিয়া আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের ন’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। জেলার পুলিশ সুপার রূপেশ কুমারের দাবি, ধৃতেরা এক সময় মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের সদস্য ছিলেন। কবিতার কাছ থেকে একটি ৭.২৬ মিলিমিটার পিস্তল এবং পঞ্চাননের কাছ থেকে একটি ওয়ান শটার বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘দু’জনেই এ রাজ্যে ওয়ান্টেড। তাই ওঁদের গতিবিধির খবর রাখা হচ্ছিল। এ রাজ্যে আসা মাত্র ধরা হয়েছে।’’ বৃহস্পতিবার ঝাড়খণ্ড এবং এ রাজ্যের পুলিশ কর্তারা পুরুলিয়ায় মাওবাদী গতিবিধি প্রসঙ্গে ও দমন-কৌশল সংক্রান্ত একটি বৈঠক করেন। জেলা পুলিশ সূত্রের দাবি, ওই বৈঠকে পাওয়া কিছু সূত্রের ভিত্তিতে তাদের কাছে খবর আসে, মাওবাদীদের প্রতিষ্ঠা দিবসের (২০০৪-এর ২১ সেপ্টেম্বর জনযুদ্ধ গোষ্ঠী এবং এমসিসি মিশে সিপিআই (মাওবাদী) তৈরি হয়) আগে জঙ্গলমহলে প্রচার চালাতে কবিতা এবং পঞ্চানন পুরুলিয়ায় আসছেন। শুক্রবার সন্ধ্যার পরে বলরামপুরের হনুমাতা সেতুর কাছে পুলিশ তাঁদের গ্রেফতার করে। গোয়েন্দা সূত্রের খবর, বছর তিরিশের কবিতার বাড়ি নন্দীগ্রামের সোনাচূড়ায়। বাবার ডেকোরেটরের ব্যবসা। নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় কবিতা ‘মাতঙ্গিনী মহিলা সমিতি’তে যোগ দেন। বছর আটেক বাড়ি ফেরেননি। মাওবাদীদের সংস্পর্শে এসে তিনি পূর্ব সিংভূমের একটি স্কোয়াডে যোগ দেন। পরে পুরুলিয়ার অযোধ্যা স্কোয়াডে যান। সেখানে থাকাকালীন বাঁকুড়ার বারিকুলের বাসিন্দা এক মাওবাদী সদস্যের সঙ্গে বিয়ে হয়েছিল কবিতার। আড়শার বালিয়া গ্রামের বছর আঠাশের পঞ্চাননও দীর্ঘদিন অযোধ্যা স্কোয়াডে ছিলেন। পুলিশ সুপার জানান, ২০১১-র নভেম্বরে বলরামপুরের খুনটাঁড় গ্রামে মাওবাদীরা তৃণমূল নেতা রাজেন সিং সর্দারের বাবা অজিত সিং সর্দার ও ভাই বাকু সিং সর্দারকে খুন-সহ পুরুলিয়ায় একাধিক নাশকতার মামলায় যুক্ত ওই দু’জন। অস্ত্র আইনেও অভিযুক্ত। ২০১২-র জুলাই মাসে মাওবাদী নেতা বিক্রম ওরফে অর্ণব দাম ধরা পড়ার পরে অযোধ্যা স্কোয়াড ছত্রখান হয়ে যায়। তার আগে-পরে কয়েকজন শীর্ষ মাওবাদী নেতা-নেত্রী আত্মসমর্পণ করেন ও কয়েকজন গ্রেফতার হন। কিন্তু পলাতকদের অন্যতম এই কবিতা ও পঞ্চানন। জেলা পুলিশের এক কর্তা জানান, কবিতা পরে ঝাড়খণ্ডে মাওবাদীদের দলমা স্কোয়াডে যোগ দেন। পঞ্চানন কোথায় ছিলেন, তা এখনও ভাঙেননি। তবে তিনিও ভিন্-রাজ্যে ছিলেন, তা মোটামুটি নিশ্চিত। রাজ্যের এক গোয়েন্দা আধিকারিকের মন্তব্য, ‘‘এখানে মাওবাদীদের কার্যকলাপ বন্ধ। কিন্তু এ রাজ্যের মাওবাদীরা ঝাড়খণ্ড এবং ওড়িশার বিভিন্ন স্কোয়াডে সক্রিয়। পুরুলিয়ায় ধরা পড়া দু’জনের কাছ থেকে হয়তো মাওবাদীদের সঙ্গে গিয়ে নিখোঁজ হওয়া জঙ্গলমহলের তরুণ-তরুণীদের খবর পাওয়া যাবে।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×