ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টারে বাংলাদেশী ইমাম হত্যা ॥ এক ব্যক্তির যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৬

ম্যানচেস্টারে বাংলাদেশী  ইমাম হত্যা ॥ এক ব্যক্তির যাবজ্জীবন

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রিটেনের একটি আদালত ম্যানচেস্টারে বাংলাদেশী ইমাম জালাল উদ্দিন হত্যাকা-ে জড়িত থাকার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে। ইমাম হত্যায় দ-প্রাপ্ত মোহাম্মেদ হোসেন সাঈদীর সহযোগিতার প্রমাণ পাওয়া গেছে। খবর বিবিসি অনলাইনের। রায়ে বলা হয়েছে, হত্যাকান্ডের পেছনে আইএসের আদর্শ কাজ করে থাকতে পারে। কারণ নিহত ৭১ বছর বয়সী ইমাম রোগ নিরাময় ও নানা সমস্যা সমাধানে তাবিজ দিতেন। এ বছর ফেব্রুয়ারি মাসে ম্যানচেস্টারের রচডেলের একটি শিশু পার্ক দিয়ে যাওয়ার সময় ধারাল অস্ত্রের আঘাতে জালাল উদ্দিনকে হত্যা করা হয়। প্রসিকিউটর আদালতে বলেন, ‘জালাল উদ্দিন রোগ সারাতে যে ইসলামী পন্থা চর্চা করতেন আইএস সেটাকে ‘ব্ল্যাক ম্যাজিক’ হিসেবে দেখে এবং তারা মনে করে, যারা এর চর্চা করে তাদের মৃত্যুর মতো কঠিন শাস্তি প্রাপ্য।’
×