ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

১. মাসি-পিসি মূলত কোন সমাজের কাছে হার মেনেছে? ক) সন্ত্রাসী সমাজ খ) মাতৃতান্ত্রিক সমাজ গ) পুরুষতান্ত্রিক সমাজ ঘ) বাবুশাসিত সমাজ ২.‘কুরআন-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক’-এখানে কোনটি ভারতীয় ধর্মগ্রন্থের বাইরে? র. কুরআন রর. পুরাণ ররর. বাইবেল নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩. বর্তমান যুগে জাদুঘর বলে বিবেচিত- র. গ্রন্থাগার রর. মৎস্যাধ্যার ররর. নক্ষত্রশালা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ৪. করাতের কাজ যিনি করেন তাকে কী বলা হয়? ক) করাতি খ) করাতকার গ) করাতজীবী ঘ) করালী ৫. কোন জাদুঘরটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত? ক) ঢাকা নগর জাদুঘর খ) মুক্তিযুদ্ধ জাদুঘর গ) বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘ) সামরিক জাদুঘর ৬. ‘ঝুট’ শব্দের সঠিক অর্থ কোনটি বেশি প্রচলিত? ক) মিথ্যা খ) ঝামেলা গ) জুটা ঘ) সবকয়টি ৭. ‘আমি তখন উপস্থিত ছিলাম না’ বলতে প্রাবন্ধিক কোথায় উপস্থিত ছিলেন না? ক) সভায় খ) শ্রেণীকক্ষে গ) প্রথম জাদুঘর স্থাপনের সময় ঘ) জাদুঘরের ভেতরে ৮. বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে কে? ক) আব্দুর রহিম খ) সাজিদ গ) প্রিন্সিপালের পিয়ন ঘ) প্রিন্সিপালের বউ ৯. কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? ক) চুরুলিয়া খ) তাম্বুলখানা গ) পায়রাবন্দ ঘ) কাঁঠালতলা ১০. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটি প্রতিটি পঙ্ক্তির মাত্রাবিন্যাস কত? ক) ৮ + ২ খ) ৮ + ৫ গ) ৮ + ৬ ঘ) ১০ + ৪ ১১. ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচী ঘোষণা করে? ক) এগারো দফা খ) ছয় দফা গ) একুশ দফা ঘ) আঠারো দফা ১২. রহিমা চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? ক) শক্তিমান খ) ধৈর্যশীল গ) কঠোর ঘ) প্রতিবাদী ১৩. ‘অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার...’ -কে এই উক্তিটি করেছে? ক) ইসহাক খ) নুরুল হুদা গ) নুরুল হুদার বৌ ঘ) ইসহাকের বোন ১৪. ‘অপরিচিতা’ গল্পে ‘বিবাহের ভূমিকা-অংশটা’ বলতে কী বোঝানো হয়েছে? ক) ছেলের খোঁজখবর খ) মেয়ের খোঁজখবর গ) ছেলেমেয়ের কৌলিন্য যাচাই ঘ) বিয়ের বরযাত্রী সমাদর ও আর্থিক লেন-দেন ১৫. কমলাকান্তর জন্য রাখা দুধ কেমন ছিল? ক) নির্জল খ) জল মেশানো গ) ঘোলা ঘ) মাছিতে পূর্ণ ১৬. ‘মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার’- কোন বিপ্লবের মূল বাণী? ক) ফরাসী বিপ্লব খ) রুশ বিপ্লব গ) তেভাগা আন্দোলন ঘ) স্বদেশী আন্দোলন ১৭. কবি কী কুড়িয়ে আনেন? ক) চিত্রময়ী বর্ণনার বাণী খ) ভিক্ষালব্ধ ধন গ) আনেন্দের ভোগ ঘ) চিত্র ১৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে- র. নাটকীয়তা রর. সংলাপধর্মিতা ররর. প্রকৃতি ও মানবমনের সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৯. বুড়ির চালাঘরের পাশে কার চালাঘর? ক) লেখকের খ) পরশু সর্দারের বউর গ) পুঁটিদের ঘ) হাজরা ব্যাটার বউর ২০. বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? ক) কবিকে খ) প্রিয়জনকে গ) ফাল্গুনকে ঘ) প্রকৃতিকে সঠিক উত্তর ১. (গ) ২. (খ) ৩. (খ) ৪. (ক) ৫. (খ) ৬. (ক) ৭. (গ) ৮. (গ) ৯. (ক) ১০. (গ) ১১. (ক) ১২. (ক) ১৩. (গ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (গ)
×