ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০১৬

ক্যাম্পাস সংবাদ

এনআইইটিতে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি (এনআইইটি) এর নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গত ৩১ আগস্ট উপজেলার রূপসী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়। এনআইইটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল আজিজের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আবদুল আলীম, প্রকৌশলী আবদুল আলীম, এনআইইটির চেয়ারম্যান ঢাকা ক্যাম্পাস ও শামীম মাহবুব ভাইস চেয়ারম্যান নারায়ণগঞ্জ ক্যাম্পাস। অনুষ্ঠানের ৭০০ ছাত্র-ছাত্রীকে বরণ করে নেয়া হয়, ৭৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রিনিচ ইউনিভার্সিটি প্রতিনিধির ডিআইএ পরিদর্শন সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্রিনিচ প্রতিনিধি ড. এ কে এম মাহতাব হোসেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ) পরিদর্শন করেন। দিনব্যাপী পরিদর্শনকালে তিনি পর্যায়ক্রমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শিক্ষকম-লী ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন এবং ডিআইএর অবকাঠামো পরিদর্শন করেন। যুক্তরাজ্যের এনসিসি এ্যাডুকেশনের একাডেমিক ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া) ল্যারেন হি ইয়ো কোয়ান, ডিআইএর চেয়ারম্যান মোঃ সবুর খান, নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানসম্মত শিক্ষা প্রদানের বিষয়টি যাচাই করাই ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য। বৈঠকে তিনি ডিআইএতে গ্রিনিচ ইউনিভার্সিটি অনুমোদিত বিএসসি (অনার্স) ইন আইটি প্রোগ্রাম মান সম্পন্নভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ডিআইএর বিভিন্ন অবকাঠামো ও শিক্ষার পরিবেশ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, ডিআইএতে পরিচালিত বিএসসি (অনার্স) ইন আইটি প্রোগ্রামের সিলেবাস, পরীক্ষা ও সার্টিফিকেট ইউনিভার্সিটি অব গ্রিনিচ, ইউকে থেকে পাঠানো হয় এবং ব্রিটিশ কাউন্সিল কর্তৃক পরীক্ষা গ্রহণ করা হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×