ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া

প্রকাশিত: ০৬:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া

মীর শাহ আলম, কুমিল্লা ॥ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির ৪৫তম গ্রীষ্মকালীন ক্রীড়ার চূড়ান্ত আসর কুমিল্লা জেলা সদরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ রবিবার থেকে শুরু হচ্ছে। ক্রীড়ার অধিভুক্ত ফুটবল, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতারে দেশের ৪টি অঞ্চলের মোট ৪২৪ জন মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রী এ ক্রীড়া আসরে অংশ নিচ্ছে। তন্মধ্যে ২৬৪ জন ছাত্র এবং ১৬০ জন ছাত্রী রয়েছে। প্রত্যেক ইভেন্টে একটি করে দল প্রতিযোগিতায় খেলার সুযোগ লাভ করেছে। ৪ অঞ্চল থেকে ফুটবল ছাত্র গ্রুপের ৪টি, ছাত্রী গ্রুপে ৪টি, কাবাডি ছাত্র ও ছাত্রী গ্রুপে ৪টি করে এবং হ্যান্ডবলে একইভাবে ৪ অঞ্চলের ৪টি করে দল খেলার সুযোগ লাভ করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের এ দলগুলো বিভিন্ন ধাপ অতিক্রম করে এ পর্যন্ত পৌঁছেছে। প্রতিযোগিতার পাশাপাশি ৪ অঞ্চলের ৬ জন করে ২৪ জন টিমলিডার, ৪ জন কন্টিনজেন্ট লিডার ও ৩০ জন সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও বিভিন্ন বোর্ডের, অধিদফতরের ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ আসরে উপস্থিত থাকবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকালে কুমিল্লা মহানগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী এ আসরের উদ্বোধন করবেন। অংশগ্রহণকারী প্রত্যেক বিষয়ের প্রতিযোগী এবং আগত কর্মকর্তাদের রাখা হয়েছে সরকারী টিচার্স ট্রেনিং কলেজ ও এইচএসটিটিআই হোস্টেলে। এ উপলক্ষে গতকাল শনিবার নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সাংগঠনিক কমিটির সভাপতি প্রফেসর মোঃ আবদুল খালেক, বোর্ড সচিব প্রফেসর মোঃ আবদুস সালাম প্রমুখ।
×