ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুশীলনে যোগ দেননি বেল-রোনাল্ডো

রিয়ালের প্রতিপক্ষ আজ এস্পানিওল

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৬

রিয়ালের প্রতিপক্ষ আজ এস্পানিওল

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের পর শনিবার থেকে আবারও শুরু হয়েছে লালিগার লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা, এ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেভিয়ার মতো দলগুলো মাঠে নামে এদিন। আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। প্রতিপক্ষ এস্পানিওল। চ্যাম্পিয়নস লীগের শেষ মুহূর্তে জয় এনে দেয়া গোলের পর আলভারো মোরাতা প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। বদলি হিসেবে নেমে আলো ছড়ানোর পর একাদশে ফিরতে পারেন জেমস রড্রিগেজও। তবে এস্পানিওলের বিপক্ষে লালিগার ম্যাচকে সামনে রেখে শনিবার অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদের অনুশীলনে অংশ নেননি ক্লাবটির সেরা দুই তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও গ্যারেথ বেল। তিনবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী রোনাল্ডো হাঁটুর ইনজুরি কাটিয়ে গত সপ্তাহে ওসানসুনার বিপক্ষে ৫-২ গোলে জয়লাভ করা ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামেন। তবে তিনি এখন ফ্লু ভাইরাসে আক্রান্ত। অন্যদিকে গত বুধবার স্পোর্টিং সিপির বিপক্ষে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা বেলের নিতম্বে ব্যথা অনুভূত হচ্ছে। যে কারণে এদিন অনুশীলনে যোগ দেননি ওয়েলস তারকাও। আজ এস্তাদিও কোমেলার প্রাটে এস্পানিওলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। যে ম্যাচের শুরু থেকেই শতভাগ সামর্থ্য নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছিল স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু শনিবার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে রিয়ালের প্রধান কোচ জিনেদিন জিদান ক্রম পরিবর্তনের মাধ্যমে দলীয় লাইনআপ দাঁড় করার উদ্যোগ নিয়েছেন। রিয়াল মাদ্রিদ এই মৌসুমে এখনও পরাজয় দেখেনি। কিন্তু গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে ১-০ গোলে পিছিয়ে ছিল স্বাগতিকরা। অতিথিদের শেষ ৫ মিনিটেই হারায় রিয়াল। ম্যাচের ৮৯তম মিনিটে গোল করেন রোনাল্ডো। পর্তুগীজ তারকার শৈশবের ক্লাবটির বিপক্ষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন মোরাতা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা আতিথ্য নেয়া লিসবনের ক্লাবটির শেষ ৫ মিনিটে হেরে যাওয়াকে ‘অশোভন’ দেখালেও এটিই ফুটবলের চরম বাস্তবতা বলে জানিয়েছেন মোরাতা। রিয়ালের হয়ে শৈশবে খেলেছেন ২৩ বছর বয়সী উঠতি স্প্যানিশ তারকা স্ট্রাইকার মোরাতা। এরপর ২০১০ সালে মূল দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। চারটি মৌসুম পার করে পাড়ি জমান জুভেন্টাসে। সেখানে আরও দুই মৌসুম খেলে এ মৌসুমে ফিরেন রিয়ালের জার্সিতে। আর নতুন মৌসুমের পাঁচটি ম্যাচ খেলে ইতোমধ্যেই দুই গোল করে নিজের জাত চিনিয়েছেন এই প্রতিভাবান ফুটবলার। পর্তুগালের ক্লাব লিসবনের প্রতি সমবেদনা জানিয়ে মোরাতা বলেন, ‘কিছু কিছু সময় ফুটবলের অশোভন দিকটি মেনে নিতে হয়। এটাই ফুটবলের বাস্তবতা। এই ম্যাচের আগে আমরাই ফেবারিট ছিলাম। হেরে গেলে আমাদের বাস্তবতা মেনে নিতে হতো। পুরো ম্যাচে আমাদের মাঠে খেলতে নেমে অতিথিরা কোন সুযোগ না দিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারতো। আমরা তা আগে থেকে কেউই বুঝতে পারিনি। তবে দিনশেষে আমরা জিতেছি, তারা হেরেছে। আর জয়ী দলে থাকাটা সবসময়ই আমাকে আনন্দ দেয়। গ্রুপপর্বে আমাদের শীর্ষে থাকাই প্রথম এবং প্রধান লক্ষ্য।’ এ সময় মোরাতা আরও বলেন, ‘আমরা ম্যাচের শুরুতে ভাল করিনি। ম্যাচে পিছিয়ে ছিলাম। কিন্তু এটাই রিয়ালের মাঠ, যেখানে তারা যে কোন কিছুই করে দেখাতে সক্ষম। এই ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বার্নাব্যুতে আমরা প্রতিপক্ষকে ছেড়ে দেই না।
×