ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলাভেসের কাছে হারার দুঃখ ভুলে লীগে জয়ে ফিরেছে বার্সা, জোড়া গোল করেছেন এলএম টেন

মেসি-নেইমারদের গোল-উৎসব

প্রকাশিত: ০৬:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০১৬

মেসি-নেইমারদের গোল-উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় স্বরূপে ফিরেছে বার্সিলোনা। শনিবার লুইস এনরিকের দল ৫-১ গোলে হারিয়েছে লেগানেসকে। এই ম্যাচে জোড়া গোল করেছেন দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি। এছাড়াও প্রতিপক্ষের বিপক্ষে ১টি করে গোল করেছেন লুইস সুয়ারেজ, নেইমার ও রাফিনহা। এই জয়ের ফলে লীগ টেবিলের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবারই প্রথম লা লিগায় খেলার সুযোগ পেয়েছে লেগানেস। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। কিন্তু লীগে নিজেদের শেষ ম্যাচে আলাভেসের কাছে হারায় এই লেগানেসই যেন কাতালানদের সামনে আতঙ্ক হয়ে দাঁড়ায়। তবে মাঠের লড়াইয়ে নিজেদের ব্যবধানটা লেগানেসকে বেশ ভালভাবেই বুঝিয়ে দিল লা লিগার সবচেয়ে সফল ক্লাব বার্সিলোনা। লেগানেসের মাঠে গোল উদযাপনের শুরুটা করেন লিওনেল মেসি। ম্যাচের ১৫ মিনিটে কাউন্টার এ্যাটাকে গোল করেন তিনি। সেইসঙ্গে নতুন একটা কীর্তিও হয়ে যায় তার। লা লিগার ৩৪ দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়ে ফেলেন বার্সিলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মেসির পর গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। ৩১ মিনিটে গোল করেন কাতালানদের উরুগুইয়ান স্ট্রাইকার। মেসি-সুয়ারেজ গোল করলেন নেইমার তাহলে বাকি থাকবেন কেন? বিরতিতে যাওয়ার আগে স্বাগতিক লেগানেসের জালে বল জড়ান নেইমারও। এর ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লুইস এনরিকের দল। তারপরও যেন থামেনি মেসিদের গোল-ক্ষুধা। লা লিগায় গত সপ্তাহে আলাভেসের কাছে ২-১ গোলে হার মানে বার্সিলোনা। ন্যুক্যাম্পে সেই হারের লজ্জা যেন কিছুতেই মেনে নিতে পারছিল না স্বাগতিক সমর্থকরা। এরপর চ্যাম্পিয়ন্স লীগে সেল্টিকের বিপক্ষেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। মেসি-নেইমার-সুয়ারেজরা তো ৭-০ গোলে বিধ্বস্ত করে সেল্টিককে। গোল-উৎসবের সেই রেশ যেন এখনও কাটেনি তাদের। তাই তো লেগানেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আরও দুইবার প্রতিপক্ষের জালে বল জড়ায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও গোল উদযাপনের শুরুটা করে দেন লিওনেল মেসি। ৫৫ মিনিটে পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপরই সমর্থকরা ধরে নিয়েছিলেন এক সপ্তাহের মধ্যেই নিজের দ্বিতীয় হ্যাটট্রিকটাও পূর্ণ করে ফেলবেন এলএম টেন। কিন্তু এরপর মেসি আর তা করতে পারেননি। তবে ৬৪ মিনিটে রাফিনহা গোল করেন ২৫ গজ দূর থেকে করা এক বিস্ময়কর শটে। এর ফলে সমর্থকরা ধরে নিয়েছিলেন জয়ের ব্যবধানটা আরও বড় হবে! কিন্তু তাও আর হয়নি। বরং ৮০ মিনিটে গ্যাব্রিয়েল এ্যাপেল্ট পাইরেস গোল করলে ব্যবধানটা আরও কমে যায় সফরকারীদের। স্প্যানিশ লা লিগায় এবারই প্রথম খেলছে লেগানেস। আর বার্সার বিপক্ষে করা গোলটিই তাদের প্রথম হোম গোল। তাই এই গোলের পর ১১ হাজার দর্শকের স্টেডিয়ামে শুরু হয়ে যায় স্বাগতিক সমর্থকদের দারুণ উদযাপন। আসলে নেইমার-সুয়ারেজ কিংবা মেসিদের বিপক্ষে করা গোল বলে কথা! আলাভেসের বিপক্ষে মেসি-সুয়ারেজকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছিলেন লুইস এনরিক। এরপরই তোপের মুখে পড়েন তিনি। তবে এদিন আর সেই ভুল করেননি কাতালান কোচ। এই মৌসুমে দ্বিতীয়বারের মতো বিশ্বের শ্রেষ্ঠ আক্রমনভাগ মেসি-নেইমার-সুয়ারেজদের নিয়ে মিশন শুরু করে বার্সা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজ এবং ইভান রাকিটিচকে মাঠ থেকে তুলে নিয়ে পাকো আলকাসের এবং আর্দা তুরানকে খেলার সুযোগ করে দেন অভিজ্ঞ কোচ লুইস এনরিক। লেগানেসের বিপক্ষে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সিলোনা। ৪ ম্যাচের ৩ জয় আর বাকি ১টিতে হারায় কাতালান ক্লাবটির সংগ্রহে এখন ৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদেরও পয়েন্ট সমান ৯। এ মৌসুমের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে জিনেদিন জিদানের দল। বার্সা-রিয়ালের পর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। লীগ টেবিলের চতুর্থ স্থানে থাকা স্পোর্টিং গিজনেরও পয়েন্ট সমান ৭।
×