ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আফগানদের জন্যও কঠোর নিরাপত্তা

প্রকাশিত: ০৬:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬

আফগানদের জন্যও কঠোর নিরাপত্তা

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বোচ্চ নিরাপত্তাই পাবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডরা যেহেতু কঠোর নিরাপত্তার মধ্যে থাকবে, তাহলে আফগানিস্তানের ক্রিকেটাররা কেন নয়? যদি কোন অঘটন ঘটে যায়, তাহলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডতো (ইসিবি) দল পাঠাতে বেঁকে বসতে পারে। আর তাই আফগানদেরও ইংলিশদের মতোই নিরাপত্তা দেয়া হবে। শনিবার এমনটিই জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আফগানদের নিরাপত্তা কেমন দেয়া হবে? এ প্রশ্ন উঠতেই বলেছেন, ‘অবশ্যই আমরা তাদের (আফগানদের) ইংল্যান্ডের মতোই নিরাপত্তা দিব। লেবেলটা ওইভাবে না থাকলেও ভিভিআইপি যে লেবেলের নিরাপত্তা পায় আমরা সে ধরনের নিরাপত্তা দিব।’ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো সব দিবারাত্রিতে হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচগুলো। তাই জানালেন জালাল ইউনুস। সঙ্গে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেট নিয়ে বললেন, ‘আফগানিস্তান সিরিজের টিকেট ছাপা হয়ে গেছে। খুব শীঘ্রই একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কবে থেকে ছাড়া হবে। আজকে (শনিবার) আমি দেখেছি টিকেটের ডিজাইন কমপ্লিট। সব তৈরি, এমনকি ছাপাও হয়ে গেছে। গত জুনে টিকেট রাইটসের স্পন্সরের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আমরা এগুলোর টেন্ডার করেছিলাম, তা ফাইনালাইজও হয়ে গেছে। নতুন কোন কোম্পানিকে দেয়া হয়েছে স্পসর খোঁজার জন্য। তারা কিছুটা সময় নিয়েছে ফাইনাল করার জন্য। আমার মনে হয়, এখন এটা প্রস্তুত। যেহেতু টিকেটের জন্য একজন স্পন্সর দরকার, এই স্পন্সরের জন্য আমরা অপেক্ষা করছি। আজ-কালের মধ্যে ফাইনাল হয়ে গেলেই টিকেট ছেড়ে দিব।’ টিকেট বিক্রি শুরু করার জন্য অপেক্ষা আছে কোন ব্যাংক টিকেট বিক্রি করবে সেটি নিয়েও। এবার সবার জন্যই কঠোর নিরাপত্তা বলয় অতিক্রম করেই সবাইকে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে বলেও জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘এবার নিরাপত্তা থাকবে। দেখেন আগে যেটা ছিল দর্শকরা যেখান দিয়ে ঢুকত, মেইন গেইটে ঢোকার পর চেক হত। এবার সেটা আরও অনেক আগে থেকেই হবে। ফিজিক্যাল চেকটা স্টেডিয়ামের প্যারামিটারের বেশ কিছু আগে থেকেই করা হবে। বিশেষ করে যারা ব্যাগ আনবে, এমনকি সাথে যদি অন্য কিছুও আনে। এই প্রি-চেক গেইটের অনেক আগে থেকেই হয়ে যাবে।’ এরআগে নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ ছিল। তবে এবার ইংল্যান্ড সিরিজ আছে বিধায় সেই চ্যালেঞ্জটা অনেক বেশি। কিন্তু জালাল ইউনুস নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত নন, ‘দেখেন এর আগেও আমরা এমন পরিস্থিতি সামলেছি। ২০১৪ সালে এশিয়া কাপ, শ্রীলঙ্কা সিরিজ ও টি২০ বিশ্বকাপ। অনেক দল ছিল তখন। আর সব কিন্তু ব্যাক টু ব্যাক হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ শেষ হয়েছে, এশিয়া কাপ শুরু হয়ে গেছে। এশিয়া কাপ শেষ এরপর টি২০ বিশ্বকাপ হয়েছে। সময় কিন্তু হাতে ছিল না। তাই আমরা এতে ভিত নই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। এখানে ফুল প্রুফ নিরাপত্তা থাকবে। ভবিষ্যতে কোন ছাড় দিব না এবং যেভাবে প্ল্যান করেছি সেভাবেই কাজ করে যাব।’
×