ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলে ফিরলেন সিলভা

প্রকাশিত: ০৬:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০১৬

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলে ফিরলেন সিলভা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। সেই সমাপ্তিটাও ছিল দারুণ মর্মান্তিক। জার্মানির কাছে ৭-১ গোলের বিশাল ও ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয়বরণ করে ব্রাজিল। ওই আক্ষেপে অধিনায়ক থিয়াগো সিলভা সরেই ছিলেন। তবে গত বছর অনুষ্ঠিত কোপ ফুটবল আসরে আবারও সিলভাকে দলে নিয়েছিলেন কোচ কার্লোস দুঙ্গা। কিন্তু এবারও ব্যর্থ হয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয়। তারপর সিলভাকে দল থেকে ছেঁটে ফেলেন দুঙ্গা। এবার অনুষ্ঠিত বিশেষ কোপায়ও তাকে উপেক্ষা করা হয়। তবে দুঙ্গা পর্বের ইতি ঘটেছে, নতুন কোচ লিওনার্দো তিতে সিলভাকে দলে টেনেছেন আবার। আগামী মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল খেলবে বলিভিয়া ও ভেনিজুয়েলার বিরুদ্ধে। সেজন্য ২৪ জনের ঘোষিত দলে সিলভাকে রেখেছেন তিতে। ২০১৮ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের সেরা দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থা ছিল ব্রাজিলের। ২০১৪ সালে নিজেদের ঘরে অনুষ্ঠিত বিশ্বকাপ এবং টানা দুই কোপা আমেরিকা ফুটবল আসরে ব্যর্থতায় দলটি বিপর্যস্ত। দলেও বেশ পরিবর্তন এসেছে কয়েকবার। তবে সুপারস্টার নেইমার দলের নেতৃত্বভার নেয়ার পর থেকে ধীরে ধীরে ব্রাজিল দলটি নিজেদের রং ফিরে পেতে শুরু করেছে। আর এবারই প্রথম অলিম্পিক স্বর্ণপদক জেতার পর সেলেসাওরা জেগে উঠেছে বেশ ভালভাবেই। সেটার প্রতিফলন দেখা গেছে চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটিতে। ৩-০ গোলে ইকুয়েডরকে এবং ২-১ গোলে কলম্বিয়াকে বিধ্বস্ত করেছে নেইমাররা। এ দুটি ম্যাচে ব্রাজিল দলে ছিল তারুণ্যের আনাগোনা। অলিম্পিক দলের অনেকেই জায়গা করে নিয়েছেন অধিনায়ক নেইমারের পরামর্শে। সেটা দারুণ কার্যকর হয়েছে কলম্বিয়া ও ইকুয়েডরের বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ ও কঠিন ম্যাচে। তাই তরুণদের ওপর আস্থা রাখছেনই কোচ তিতে। টানা দুই ম্যাচ জিতে এখন দারুণ উন্নতি হয়েছে ব্রাজিলের অবস্থানগত দিক থেকেও। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে তারা। ১ পয়েন্ট এগিয়ে থাকা উরুগুয়ে আছে শীর্ষে। তবে সমান পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা গোল ব্যবধানে পিছিয়ে আছে তিনে। এবার কোচ তিতে কিছুটা অভিজ্ঞতার সম্মিলনও ঘটাতে যাচ্ছেন। দলে ডেকেছেন তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করা ডিফেন্ডার সিলভাকে। প্রায় এক বছর পর তিনি আবার দলে জায়গা পেলেন। বলিভিয়ার বিরুদ্ধে নিজদেশের নাতালে ৬ অক্টোবর এবং ১১ অক্টোবর ভেনিজুয়েলার বিরুদ্ধে তাদের মাটিতে খেলবেন নেইমাররা। ৩১ বছর বয়সী সিলভাকে এবার পাবেন প্রতিরক্ষায়। কারণ তিতে দেখেছেন সেখানে কিছুটা ঘাটতির সৃষ্টি হয়েছে। সেটা দূর করতেই তিনি অভিজ্ঞ এ ডিফেন্ডারকে দলে টানলেন। সেন্ট্রাল ডিফেন্ডার সিলভা আসার কারণে নিশ্চিতভাবেই এবার সেলেসাওদের রক্ষণদুর্গ শক্ত হয়ে যাবে। ব্রাজিল দল ॥ গোলরক্ষক- এ্যালিসন, মুরালহা ও উইভারটন। ডিফেন্ডার- মিরান্ডা, মারকুইনহোস, থিয়াগো সিলভা, গিল, দানি আলভেস, ফাগনার, মার্সেলো ও ফিলিপ লুইস। মিডফিল্ডার- সেজেমিরো, রেনাটো অগাস্টো, পাউলিনহো, অস্কার, উইলিয়ান, ফার্নান্দিনহো, লুকাস লিমা ও জিউলিয়ানো ও ফিলিপ্পে কুটিনহো। স্ট্রাইকার- নেইমার, ডগলাস কোস্টা, রবার্টো ফারমিনো ও গ্যাব্রিয়েল জেসাস।
×