ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুইবেক ওপেনের সেমিতে দোদিন

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬

কুইবেক ওপেনের সেমিতে দোদিন

স্পোর্টস রিপোর্টার ॥ কানাডার কুইবেক সিটি ওপেন ডব্লিউটিএ টেনিস টুর্নামেন্ট তরুণ উদীয়মানদের জন্য দারুণণ অনুপ্রেরণার হয়ে উঠেছে। শীর্ষ বাছাই স্বাগতিক ইউজেনি বাউচার্ড দ্বিতীয় পর্বেই বিদায় নেয়ার কারণে বাকি পথটা সুগম হয়েছে উদীয়মান তারকাদের জন্য। সেমিফাইনালে উঠেছেন ফরাসী টিনএজার ওসিয়ান দোদিন। ক্যারিয়ারে প্রথমবার তিনি কোন ডব্লিউটিএ আসরের সেমিতে উঠলেন। কুইবেক ওপেনে অবাছাই হিসেবেই অংশ নিচ্ছেন ১৯ বছর বয়সী ফরাসী তরুণী দোদিন। ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং ছিল গতবছর ১১৬ নম্বরে উঠে আসা। তবে নৈপুণ্যের উন্নতি করতে না পারায় বর্তমানে সেই র‌্যাঙ্কিংটা ১৩২ নম্বরে নেমে গেছে। কিন্তু কুইবেকে এখন পর্যন্ত যা করেছেন সেটা তাকে বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে নিঃসন্দেহে। কোয়ার্টার ফাইনালে তিনি বেলজিয়ামের এ্যালিসন ভ্যান উইটভ্যাঙ্ককে সরাসরি ৬-২, ৬-৪ সেটে বিধ্বস্ত করে সেমিতে উঠে গেছেন। মাত্র ৭৬ মিনিটের লড়াই হয়েছে। এখন পর্যন্ত ডব্লিউটিএ ক্যারিয়ারে এটিই তার সেরা সাফল্য। সেমিতে তিনি মুখোমুখি হবেন ১২৫তম র‌্যাঙ্কিংধারী জুলিয়া বোসরাপের বিরুদ্ধে। মার্কিন এ তরুণী স্বদেশী ক্যাথেরিন বেলিসকে সহজেই হারিয়েছেন ৭-৬ (৭-০), ৬-৪ সেটে। এবার প্রথম কোন ডব্লিউটিএ ফাইনাল খেলার সুযোগ এ দুই তারকার যে কোন একজনের। অপর সেমিতে লড়বেন যুক্তরাষ্ট্রের কোয়ালিফায়ার লরেন ডেভিস ও চেক প্রজাতন্ত্রের কোয়ালিফায়ার তেরেজা মার্টিনকোভার বিরুদ্ধে। এ দু’জনেরও প্রথম সুযোগ কোন ফাইনাল খেলার। লরেন কোয়ার্টারে রাশিয়ার আলা কুড্রিয়াভটসেভাকে হারিয়ে দেন ৬-৩, ৭-৬ (৭-৪) সেটে। আর মার্টিনকোভা মার্কিন তরুণী জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৯-৭) সেটে হারিয়ে দেন। চলতি টুর্নামেন্টের সর্বশেষ কোন ডব্লিউটিএ শিরোপাজয়ী তারকা ছিলেন কুড্রিয়াভটসেভা। তিনিও বিদায় নেয়াতে এখন যে কোন একজন এবার প্রথমবারের মতো জিততে চলেছেন ডব্লিউটিএ আসরের শিরোপা। রবিবার অনুষ্ঠিত হবে এ আসরের ফাইনাল।
×