ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় যাত্রীদের উপচেপড়া ভিড় ॥ অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশিত: ০৬:২৮, ১৮ সেপ্টেম্বর ২০১৬

শিমুলিয়ায় যাত্রীদের উপচেপড়া ভিড় ॥ অতিরিক্ত ভাড়া আদায়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ঘাটে শনিবার ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে যাত্রীরা বাসে সিট না পেয়ে দাঁড়িয়ে এমনকি ছাদেও ঢাকায় ফিরেছেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যেন স্রোত নেমেছে। এ সুযোগে ঢাকা-মাওয়া মহসড়কে চলাচলরত বাসগুলো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। কোন প্রকার অনুমোদন না থাকলেও ঈদ স্পেশাল নাম দিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত বাসগুলো এ অতিরিক্ত ভাড়া আদায় করে। শনিবার সরজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের প্রচুর চাপ। দক্ষিণবঙ্গ হতে এসব যাত্রী স্পিডবোট, লঞ্চ ও ফেরিতে করে পার হয়ে শিমুলিয়া ঘাটে এসে বাসের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। মুহূর্তেই ভরে যাচ্ছে বাস। যাত্রীরা সিট না পেয়ে গাদাগাদি করে বাসের ভেতরে দাঁড়িয়ে গন্তব্যে যাবার জন্য। কিন্তু যাত্রীসংখ্যা এতই যে, ঘাটে প্রয়োজনীয় সংখ্যক বাস না পেয়ে যাত্রীরা চেপে বসে বাসের ছাদে। প্রায় প্রতিটি বাসের চিত্রই ছিল এ রকম। এই সুযোগে ৭০ টাকার ভাড়া কর্তৃপক্ষ যাত্রীপ্রতি এক শ’ টাকা আদায় করেছে। এ সকল দেখার জন্য ঘাটে কাউকে দেখা যায়নি। রোজগেরে শিশু সংসারের হাল ধরতে ১০ বছর বয়সেই পথে নামতে হয়েছে রাজা মিয়াকে। সে এখন রাজধানীর হাইকোর্ট এলাকায় আমড়া বিক্রি করছে। দিনে ৮০ থেকে ১০০টির মতো আমড়া বিক্রি করে রাজা মিয়া। এতে তার আয় হয় দুই শ’-আড়াই শ’ টাকা। বিক্রি অবশ্য সব সময় সমান হয় না। বৃষ্টি-বাদল হলে বেচাকেনা কম হয়। ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী। কর্মচাঞ্চল্য ফেরেনি ঈদের পর রাজধানীর কর্মচাঞ্চল্য পুরোপুরি ফিরে আসেনি। শনিবার কাওরান বাজার এলাকায় গিয়ে দেখা গেল কাস্টমার না থাকায় যাত্রীছাউনিতে শুয়ে ঘুমিয়ে পড়েছেন এক ভ্যানচালক। এটি ঢাকার একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকা, যা অন্য সময় লোকজনের পদচারণায় কোলাহলপূর্ণ থাকে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী।
×