ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিজড়া নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, মিছিল

প্রকাশিত: ০৬:২৮, ১৮ সেপ্টেম্বর ২০১৬

হিজড়া নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, মিছিল

স্টাফ রিপোর্টার ॥ জামালপুরে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের নেতা খুন হওয়ার ঘটনায় তিন দিনেও কেউ গ্রেফতার না হওয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচীতে সংগঠনের পক্ষে এ দাবি জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবিদা সুলতানা মিতু। মানববন্ধন শেষে শতাধিক হিজড়া মিছিল করে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে যান। এ সময় তারা নানা সেøাগান দিতে থাকেন। দ্রুততর সময়ে হায়দার হিজড়া হত্যাকারীদের বিচার চান। মানববন্ধনে অংশ নিয়ে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবিদা সুলতানা মিতু বলেন, হায়দার হিজড়াকে গ্রামের বাড়িতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এখনও খুনীরা গ্রেফতার হয়নি। আমরা বিচার পাচ্ছি না। তাহলে তৃতীয় লিঙ্গ হিসেবে সরকার আমাদেরকে কেন স্বীকৃতি দিল? তিনি বলেন, আমরা খুনীদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি, যাতে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রবীণ হিজড়া সংগঠনের উপদেষ্টা মেজবা হিজড়া বলেন, হায়দার হিজড়াকে যারা হত্যা করেছে, তাদের আমরা ফাঁসি চাই। এরা মানুষের শত্রু, হিজড়াদের শত্রু, এরা মানুষরূপী পশু। অনুড়ি হিজড়া বলেন, সরকার একদিকে বলে আমরা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত জনগোষ্ঠী। অথচ তিন দিন হয়ে গেল আমাদের গুরুমা হায়দার হিজড়ার হত্যাকারীরা ধরা পড়ল না। তিনি বলেন, পুলিশ ভাইরা কেন পারছেন না তাদের ধরতে? অথচ তারা (পুলিশ) আমাদের দেখলে কত আন্তরিকতা দেখায়, সহযোগিতা করেন। মানববন্ধনে অন্যদের মধ্যে সীমা হিজড়া, দিপালী হিজড়া, বিউটি হিজড়া, সুইটি হিজড়া, অনুড়ি ও পাহাড়ী হিজড়া বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে শতাধিক হিজড়া মিছিল করে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে যান। প্রসঙ্গত, গত ১৪ অক্টেবর জামালপুরের ইসলামপুরে নিজের বাড়িতে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের জেনারেল কমিটির সহ-সভাপতি হায়দার হিজড়াকে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। কাওড়াকান্দি ঘাটে ৫ শতাধিক যান পারাপারের অপেক্ষায় নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ সেপ্টেম্বর ॥ ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখো যাত্রীদের স্রোত বইছে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ ঈদের ছুটি শেষে কাওড়াকান্দি ঘাট হয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় ছুটছেন। লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদের পর কর্মস্থলে ফেরা দরিদ্র অসহায় মানুষ ঢাকায় যাওয়ার জন্য গত ২ দিন ধরে হুমড়ি খেয়ে পড়ছে। বেশি ভাড়া আদায়কে কেন্দ্র করে তাদের সঙ্গে প্রতি মুহূর্তে বাকবিত-া লিপ্ত হচ্ছে স্পিডবোটের শ্রমিকরা। স্পিডবোট ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সকাল থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট হয়ে কর্মস্থলমুখো দক্ষিণাঞ্চলের যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল কাওড়াকান্দি ঘাটে।
×