ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮শ’ সন্তান

প্রকাশিত: ০৬:১০, ১৮ সেপ্টেম্বর ২০১৬

৮শ’ সন্তান

প্রায় বিলুপ্ত হতে বসেছিল কচ্ছপের একটি বিশেষ প্রজাতি। আর সেই অবস্থা থেকে ওই বিশেষ প্রজাতিকে রক্ষা করল একটি মাত্র কচ্ছপ। এই প্রজাতির নাম ঈযবষড়হড়রফরং যড়ড়ফবহংরং. এত বেশি যৌনতায় মত্ত এই কচ্ছপ যে ৮০০ সন্তানের জন্ম দিয়েছে সে। বছর ৫০ আগে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর চিড়িয়াখানা থেকে ওই কচ্ছপটিকে নিয়ে যাওয়া হয়েছিল গালাপাগোস দ্বীপে। সন্তানের জন্ম দেবে এই আশাতেই সেখানে নিয়ে যাওয়া হয় তাকে। অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে দেখে কচ্ছপটিকে ওখানে ছেড়ে রাখার সিদ্ধান্ত নেন জীববিজ্ঞানীরা। নাম দেন দিয়েগো। আর জীববিজ্ঞানীদের মোটেই নিরাশ করেনি দিয়েগো। মনের আনন্দে বহুবার যৌন মিলনে লিপ্ত হয়েছে সঙ্গিনীর সঙ্গে। হয়েছে ৮০০ সন্তানের বাবা। বর্তমানে দিয়েগোকে রাখা হয়েছে একটি ব্রিডিং সেন্টারে। সান্তাক্রুজ আইল্যান্ডে ৬ সঙ্গিনীর সঙ্গে বাস করে সে। দিয়েগোকে ওই দ্বীপে নিয়ে যাওয়ার আগে সেখানে ছিল মাত্র দুটি পুরুষ ও ১২টি মাদি কচ্ছপ। এরাই ছিল এই প্রজাতির শেষ কচ্ছপ। সংখ্যায় এত কম হওয়ায় তাদের মধ্যে মিলনও হতো না, কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে বাস করত। অবশেষে এই দিয়েগোই বাঁচিয়ে দিল গোটা জাতিটাকে। -সায়েন্স ডেইলি।
×