ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শখ বটে!

প্রকাশিত: ০৬:১০, ১৮ সেপ্টেম্বর ২০১৬

শখ বটে!

ভারতে বহু গ্রামেই অনেকের বাড়িতে টয়লেট নেই। একাজ সারতে হয় খোলা মাঠে। সেটা এখন নতুন খবর নয়। কিন্তু শৌচাগার না বানিয়ে ছেলের বিয়েতে যখন কেউ হেলিকপ্টার ভাড়া করার মতো শখ করতে পারেন, তখনই সেটা খবর হয়। মধ্যপ্রদেশের সিহোর জেলার এক বিত্তবানের শখ হয়েছিল ছেলে হেলিকপ্টারে চেপে বিয়ে করতে যাবে বরযাত্রী নিয়ে। তারপর বউ নিয়ে ফিরবেও হেলিকপ্টারে। যদিও পাত্রী থাকেন পাশের গ্রামেই! আজমতনগর গ্রামের বাসিন্দা সুরজ সিং গুর্জর তার ছেলে নেম সিংয়ের বিয়ের জন্য ভাড়া করতে চেয়েছিলেন হেলিকপ্টার। নিয়মমতো প্রশাসনের কাছে আবেদনও করেছিলেন। আর এ ধরনের অনুমতি দেয়ার আগে প্রশাসনিক কর্তারা খতিয়ে দেখতে গিয়েছিলেন গুর্জরের বাড়ি। তখনই প্রশাসনের কর্মকর্তারা জানতে পারেন যে গুর্জরের বাড়িতে শৌচাগারই নেই, অথচ শখ হয়েছে হেলিকপ্টার ভাড়া করার। স্থানীয় কর্মকর্তা কুলদীপ দুবে গুর্জরের মুখের ওপরেই জানিয়ে দেন, ‘আগে বাড়িতে শৌচাগার তৈরি করুন, তারপর হেলিকপ্টারের জন্য আবেদন করবেন। শৌচাগার না হলে হেলিকপ্টারের অনুমতি দেব না।”গুর্জর যখন হেলিকপ্টার ভাড়া করতে চেয়েছেন, তখন যে তার আর্থিক অবস্থা খুবই ভাল, সেকথা বলার অপেক্ষা রাখে না। যদিও ভাল করে খোঁজ নিতে গিয়ে দেখা গেছে তার পরিবারের নাম বিলো পভার্টি লাইন বা দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের তালিকাতেও আছে। অর্থাৎ তারা রেশন থেকে শুরু করে নানা সরকারী সুবিধা পেয়ে থাকেন, আর ভর্তুকিও পান। একদিকে তো হেলিকপ্টারে চেপে বরবেশে ছেলেকে পাঠানোর পরিকল্পনা বাতিল হতে বসেছে, অন্যদিকে বিপিএল তালিকায় কী করে একজন ধনী ব্যক্তির নাম থাকে, তা নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। তবে স্থানীয় জেলা প্রশাসক সুদাম খাড়ে বলেন, চাপে পড়ে ওই ব্যক্তি রাতারাতি শৌচাগার বানিয়ে নিয়েছেন। বাড়িতে টয়লেট তৈরিকে অগ্রাধিকার দিচ্ছে ভারত সরকার। ভারতে ২০১৯ সালের মধ্যে সব বাড়িতে শৌচাগার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এর জন্য প্রশাসনিক কর্মকর্তারা ভোরবেলা বেরিয়ে গ্রামের মাঠেঘাটে ঘুরছেন। কাউকে মাঠে শৌচকর্ম করতে দেখলেই নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন। -বিবিসি অনলাইন।
×