ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিখোঁজের পর বুড়িগঙ্গায় মিলল স্কুলছাত্রের লাশ

প্রকাশিত: ০৬:০৯, ১৮ সেপ্টেম্বর ২০১৬

নিখোঁজের পর বুড়িগঙ্গায় মিলল স্কুলছাত্রের লাশ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ॥ নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গা থেকে স্কুলছাত্র ফারদিন খানের (১২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আইন্তা সারিঘাটের কাছে মাঝ নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। শিশুটির বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া বাম কান ও বাম হাঁটুতে আঁচড়ের দাগ রয়েছে। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল ফারদিন খান। জানা গেছে, ফারদিন ধোলাইপাড় সরকারী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম লিটু খান। তারা রাজধানীর জুরাইন খন্দকার সড়কের ৩৫৯নং হাজেরা ম্যানশনে ভাড়া থাকে। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার মিটুশার গ্রামে। শুক্রবার সকালে খেলার জন্য বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় রাতে শিশুটির মামা মাহবুব হাওলাদার বাদী হয়ে রাজধানীর শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আবু শাহাদাত মোহাম্মদ শাহিন বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া বাম কান ও বাম হাঁটুতে আঁচড়ের দাগ রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
×