ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিশু গৃহকর্মী নির্যাতন

গৃহকর্ত্রী মনি বেগম বাড্ডা থেকে গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৯, ১৮ সেপ্টেম্বর ২০১৬

গৃহকর্ত্রী মনি বেগম বাড্ডা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শিশু গৃহকর্মী জান্নাতকে নির্যাতনের ঘটনায় স্কুল শিক্ষিকা পরিচয়দানকারী গৃহকর্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার গৃহকর্ত্রীর নাম ফরিদা আক্তার মুন্নি ওরফে মনি বেগম (২৮)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ভূরুলিয়ার বাসিন্দা ও শাহজালাল বিমানবন্দরে লাগেজের ট্রলির ড্রাইভার ওমর ফারুকের স্ত্রী। মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আবদুল আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ঢাকার বাড্ডার সাঁতারকুল এলাকায় বড় বোনের বাসায় অভিযান চালিয়ে শিশু গৃহকর্মী নির্যাতন মামলার আসামি স্কুল শিক্ষিকা পরিচয়দানকারী গৃহকর্ত্রী মুন্নিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফা সর্দারকে শুক্রবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, প্রায় এক বছর আগে চাঁদপুরের হাইমচর বাংলাবাজার এলাকার শিশু জান্নাতকে মাসিক পাঁচ শ’ টাকা বেতনে ওমর ফারুকের গাজীপুরের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজে দেয় ফারুকের ভায়রা মোস্তফা সরদার। জান্নাতের মা ফিরোজা বেগম মোস্তফা সর্দারের খালাত ভাই। ওমর ফারুক-মনি বেগম দম্পতি বিভিন্ন সময় ওই শিশুকে নির্যাতন করত। এবারের ঈদে নতুন কাপড়চোপড় কিনে দিতে বলায় এবং বাড়ি যেতে চাওয়ায় ওমর ফারুক ও তার স্ত্রী মনি বেগম হাত-পা বেঁধে শিশুটির ওপর অমানবিক নির্যাতন করে। গত ১৪ সেপ্টেম্বর গুরুতর আহতাবস্থায় শিশুটিকে চাঁদপুরের বাড়ির পাশে ফেলে আসার সময় স্থানীয়রা মোস্তফা সর্দারকে আটক করে এবং শিশুটিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, ওমর ফারুক দম্পতি বিভিন্ন সময় তাকে হাত-পা বেঁধে লোহার খুন্তি গরম করে পিঠে ও পায়ে ছ্যাঁকা দেয় এবং মাথায় কোপ দিয়ে জখম করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির প্রতিবেশী শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে ওমর ফারুক দম্পতি ও মোস্তফাকে আসামি করে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ গাজীপুরের বাড়ি থেকে গৃহকর্তা ওমর ফারুককে বৃহস্পতিবার গ্রেফতার করে। গ্রেফতার মনি বেগম নিজেকে স্কুল শিক্ষিকা হিসেবে স্থানীয়দের কাছে পরিচয় দিলেও এর সত্যতা মেলেনি। বাস্তবে তিনি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করেছেন বলে জানা গেছে। শিশু জান্নাত বর্তমানে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
×